কোচবিহার, 6 এপ্রিল:নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধি ৷ বেআইনি লেনদেন আটকাতে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলেছে ৷ এরইমধ্যে অসম-বাংলা সীমানায় উদ্ধার হল সাড়ে 23 লক্ষ টাকার জাল নোট। শুক্রবার ভোররাতে বক্সিরহাট পুলিশের অধীনে সংকোশ এলাকার একটি গাড়ি থেকে এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়েছে ৷ ঘটনায় 3 জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ উদ্ধার হওয়া সমস্ত নোটই 500 টাকার ৷
পুলিশ সূত্রে খবর, রাজ্যজুড়ে নির্বাচনী আচরণ বিধি জারি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ তৎপর পুলিশ আধিকারিকরা ৷ এদিন অসম-বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছিলেন বক্সিরহাট পুলিশের একটি দল ৷ সেই সময়েই অসমের নম্বর প্লেট দেওয়া একটি গাড়িকে দেখে সন্দেহ হওয়ায় সেটি আটকে তল্লাশি শুরু হয় ৷ গাড়িতে থাকা একটি গিফট প্যাকেট দেখে সন্দেহ জোরালো হয় পুলিশের। প্যাকেটটি খুলতেই দেখা যায় থরে থরে সাজানো 500 টাকার নোটের বান্ডিল। তল্লাশিতে মেলে সাড়ে 23 লক্ষ টাকার জাল নোট ৷ সেই সঙ্গে উদ্ধার হয়েছে 23 হাজার টাকার ভারতীয় নোট ৷ যে নোটগুলি আসল ৷ উদ্ধার হওয়া নকল টাকার পরিমাণ 23 লক্ষ 56 হাজার টাকা। অর্থাৎ, আসল-নকল দু’প্রকার নোটই বাজেয়াপ্ত করেছে বক্সিরহাট পুলিশ ৷