পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অসম-বাংলা সীমানা থেকে উদ্ধার সাড়ে 23 লক্ষ টাকার জাল নোট, ধৃত 3 - Fake Currency Recovered - FAKE CURRENCY RECOVERED

Fake Currency Recovered: প্রায় 24 লক্ষ টাকার জাল নোট উদ্ধার ভারত-বাংলা সীমান্ত থেকে ৷ অসমের নম্বর প্লেট দেওয়া একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ নোট ৷

Fake Currency Recovered
অসম-বাংলা সীমান্ত থেকে উদ্ধার সাড়ে 23 লক্ষ টাকার জাল নোট

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 4:39 PM IST

কোচবিহার, 6 এপ্রিল:নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধি ৷ বেআইনি লেনদেন আটকাতে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলেছে ৷ এরইমধ্যে অসম-বাংলা সীমানায় উদ্ধার হল সাড়ে 23 লক্ষ টাকার জাল নোট। শুক্রবার ভোররাতে বক্সিরহাট পুলিশের অধীনে সংকোশ এলাকার একটি গাড়ি থেকে এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়েছে ৷ ঘটনায় 3 জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ উদ্ধার হওয়া সমস্ত নোটই 500 টাকার ৷

পুলিশ সূত্রে খবর, রাজ্যজুড়ে নির্বাচনী আচরণ বিধি জারি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ তৎপর পুলিশ আধিকারিকরা ৷ এদিন অসম-বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছিলেন বক্সিরহাট পুলিশের একটি দল ৷ সেই সময়েই অসমের নম্বর প্লেট দেওয়া একটি গাড়িকে দেখে সন্দেহ হওয়ায় সেটি আটকে তল্লাশি শুরু হয় ৷ গাড়িতে থাকা একটি গিফট প্যাকেট দেখে সন্দেহ জোরালো হয় পুলিশের। প্যাকেটটি খুলতেই দেখা যায় থরে থরে সাজানো 500 টাকার নোটের বান্ডিল। তল্লাশিতে মেলে সাড়ে 23 লক্ষ টাকার জাল নোট ৷ সেই সঙ্গে উদ্ধার হয়েছে 23 হাজার টাকার ভারতীয় নোট ৷ যে নোটগুলি আসল ৷ উদ্ধার হওয়া নকল টাকার পরিমাণ 23 লক্ষ 56 হাজার টাকা। অর্থাৎ, আসল-নকল দু’প্রকার নোটই বাজেয়াপ্ত করেছে বক্সিরহাট পুলিশ ৷

ঘটনায় ছত্তিশগড়ের দুই বাসিন্দা-সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সঞ্জীব কুমার ও দুর্গাপ্রসাদ নিশাদ ছত্তিশগড়ের বাসিন্দা ৷ গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক অসমের বাসিন্দা অভিজিৎ দত্তকে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তিনি অসমের বাসিন্দা ৷ ধৃতরা অসম থেকে এসে অন্য কোনও রাজ্যে জাল টাকা পাচারের পরিকল্পনা করেছিল। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, "ধৃতরা কোথা থেকে এই প্রচুর সংখ্যক জাল নোট পেল, তা খতিয়ে দেখা হচ্ছে।" রাজ্যে প্রথম দফায় ভোট আগামী 19 এপ্রিল ৷ সেদিনই কোচবিহারে ভোট। আর লোকসভা ভোটের কারণে অসম-বাংলা সীমানায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। জায়গায় জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং।

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনের আগে খাস কলকাতায় উদ্ধার 90 লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার 4
  2. জাল নোট কারবারে জড়িয়ে পুরো পরিবার, গ্রেফতার মা-সহ দুই ছেলে
  3. বছর শুরুতে কলকাতায় উদ্ধার জাল নোট, গ্রেফতার অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details