কলকাতা, 11 মার্চ:আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে ৷ রবিবার 'জনগর্জন' সভায় বহরমপুরের প্রার্থী পদে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজনীতির ময়দানে পাঠানের পা দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ নিজস্ব স্টাইলে এদিন মহারাজা বলেন, "রাজনীতি তো খারাপ নয়। ভালো তো। সমাজকে পালটানোর সুযোগ থাকে। কীর্তি আজাদ দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে রয়েছেন । কেকেআরের সূত্রে ইউসূফের বাংলার সঙ্গে যোগ রয়েছে ৷ এবার অধীরবাবুর বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন । এ যেন ইউসুফের উলটোদিকে ব্রেট লি ৷"
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 42টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস । গত লোকসভার থেকে প্রার্থী তালিকায় 26টি বদল ও চমক দুই রয়েছে । যার মধ্যে একটি চমক বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৷ কলম্বোয় ক্রিকেট লিগ খেলতে ব্যস্ত ছিলেন তিনি ৷ তৃণমূল কংগ্রেস তাঁকে উড়িয়ে নিয়ে এসেছে বাংলায় ৷ বহরমপুরে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা এক প্রকার অপ্রত্যাশিত ছিল রাজনৈতির মহলের কাছে । এক সময়ে কেকেআর দলের 'নাইট' ছিলেন ইউসুফ পাঠান ৷