ব্যারাকপুর, 8 অক্টোবর: অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের মোহনপুরের চক কাঠালিয়া এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীপেন্দু নাথ মণ্ডল (72)। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই সিসিটিভির সাহায্যে নিহতের পরিচিত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধার চেয়ে না পেয়ে এরাই প্রাক্তন সেনাকর্মীকে খুন করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।
সূত্রের খবর, মাঝে মধ্যেই প্রাক্তন সেনাকর্মী বৃদ্ধের থেকে টাকা ধার নিত ধৃতরা । মঙ্গলবারও ধার চেয়েছিল । কিন্তু তা দিতে অস্বীকার করায় আক্রোশে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্তরা । প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে বলে খবর পুলিশ সূত্রে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, 2017 সালে স্ত্রীর মৃত্যুর পর থেকে বাড়িতে একাই থাকতেন দীপ্তেন্দুবাবু । বাড়ির কাজ করতেন এক মহিলা। এদিন কাজে এসে তিনি দেখেন দরজা খোলা। তা দেখে তাঁর সন্দেহ হয়। ভিতরে ঢুকে তিনি লক্ষ্য করেন, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে প্রাক্তন সেনাকর্মীর দেহ। ঘটনাস্থলে আসেন ব্যাকারপুর কমিশনারেটের (ডিসি) নর্থ গণেশ বিশ্বাস-সহ পুলিশের পদস্থ কর্তারা। তাঁরা ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় এবং পরিচিতদের সঙ্গে কথা বলেন। মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে বাড়িটি সিল করে দেয় পুলিশ। মৃতের জামাই পার্থপ্রতিম গিরি বলেন, "কীভাবে ঘটনাটি ঘটেছে তা আমরা জানি না। খুন হয়েছে এটুকু বলতে পারি। মাথায় ও বুকে আঘাত ছিল।"
অন্যদিকে, নিহতের ঘর থেকে টাকা,সোনার গয়না চুরি হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। এরপর ঘটনাস্থল সংলগ্ন সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে এলাকারই বাসিন্দা এক যুবতি-সহ তিনজন আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা খুনের কথা স্বীকার করলে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি।