পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর: 13 অধ্যাপক চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত, ধরনা মঞ্চেই জুনিয়রদের পড়াচ্ছেন কিঞ্জলরা - Kolkata Doctor Rape And Murder - KOLKATA DOCTOR RAPE AND MURDER

Kolkata Doctor Rape And Murder: আরজি কর হাসপাতালের 13 জন অধ্যাপক চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে তদন্ত কমিটি ৷ এদিন বিবৃতি দিয়ে হাসপাতালের তরফে একথা জানানো হয়েছে ৷ এদিকে, আরজি করের ধরনা মঞ্চেই জুনিয়র চিকিৎসকদের পড়াচ্ছেন পিজিটির চিকিৎসক ছাত্রছাত্রীরা ৷

ETV BHARAT
ধরনা মঞ্চেই জুনিয়রদের পড়াচ্ছেন কিঞ্জলরা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 6:07 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালের 13 জন অধ্যাপক চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন জুনিয়র ডাক্তাররা ৷ সেই অভিযোগ খতিয়ে দেখবে তদন্ত কমিটি ৷ বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয় একথা জানিয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷ বলা হয়েছে যে, তদন্ত রিপোর্টে যা উঠে আসবে, তা অবিলম্বে জানাতে হবে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে ৷ এদিকে, আরজি করে থ্রেট কালচারে অভিযুক্ত 11 জনকে আজ ডেকে পাঠানো হয়েছে ৷ পাশাপাশি চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ৷

তরুণী চিকিৎসকদের জন্য ন্যায়বিচারের দাবিতে 47 দিন ধরে চলছে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷ তারই মাঝে ধরনা মঞ্চেই চলছে পড়াশোনা ৷ কিঞ্জল নন্দ-সহ পিজিটির চিকিৎসক ছাত্রছাত্রীরা পড়াচ্ছেন ইউজি-র চিকিৎসক পড়ুয়াদের ৷

13 অধ্যাপক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখবে তদন্ত কমিটি (নিজস্ব চিত্র)

সরকারের সঙ্গে দীর্ঘ কথাচালাচালির পর কর্মবিরতি তুলে নিয়ে আংশিক ভাবে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা । তবে আন্দোলন এখনও চলছে ৷ স্বাস্থ্যভবনের সামনে থেকে অবস্থান উঠে এখন নিজ নিজ মেডিক্যাল কলেজগুলিতেই তাঁরা আন্দোলনে সামিল হয়েছেন । তবে আন্দোলনের কারণে পড়াশোনা থেমে নেই ৷ বৃহস্পতিবার ফের সেই চিত্রই ধরা পড়ল ৷ জুনিয়র চিকিৎসকদের যে ধরনা মঞ্চ, সেখানেই আন্দোলনের পাশাপাশি তাঁরা পড়াশোনায় মন দিয়েছেন ৷

সকাল থেকে ক্লাস চালু করেন পিজিটির আন্দোলনকারী চিকিৎসকরা । তাঁরা ওই মঞ্চে বসেই বিভিন্ন বিষয়ে ক্লাস নিচ্ছেন তাঁদের জুনিয়রদের । পিজিটির এক চিকিৎসক ছাত্র বলেন, "ওরা আন্দোলন করছে । ন্যায় বিচারের আন্দোলন । কিন্তু সামনে পরীক্ষা রয়েছে । তাই আমরা যেভাবে কাজে যোগ দিয়েছি, ওরাও সেভাবে পড়াশোনা শুরু করেছে । ন্যায়বিচারের পাশাপাশি এই আন্দোলন মঞ্চে তাই পড়াশোনা হচ্ছে ।" অন্যদিকে এক জুনিয়র চিকিৎসক অভিষেক মৈত্র জানান, "এখানে দাদা দিদিরা রয়েছে । তারাও আন্দোলন করছে । আমরাও আন্দোলনে আছি । সামনে পরীক্ষা, তাই দাদা দিদিদের থেকেই পড়াশোনার বিষয়টা বুঝে নিচ্ছি ।"

ধরনা মঞ্চেই চলছে পড়াশোনা (নিজস্ব চিত্র)

অন্যদিকে, বুধবারের পর বৃহস্পতিবার আরজি কর মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি ডেকে পাঠিয়েছে 11 জনকে । এই 11 জনের বিরুদ্ধেই 'হুমকির সংস্কৃতি' ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে । এঁরাও মূল অভিযুক্ত বলেই জানাচ্ছেন অভিযোগকারীরা । অভিযুক্তদের পাশাপাশি এদিনও ডেকে পাঠানো হয় অভিযোগকারীদের । দু'পক্ষকে সামনে রেখে চলছে তদন্ত । এই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পর হবে কলেজ কাউন্সিলের বৈঠক । সেই বৈঠকেই এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কলেজ কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details