কলকাতা, 24 জুলাই: স্বাস্থ্য দফতরের জালিয়াতের ঘটনায় সংশোধনাগারে থাকা বুধাদিত্য চট্টোপাধ্যায়ের নামে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করল ইডি। জানা গিয়েছে 72 পাতার চার্জশিট পেশ করা হয়েছে। সেখানেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ওই ব্যক্তি 37 কোটি টাকার আর্থিক দুর্নীতি করেছে।
জানা গিয়েছে, গত 10 জুলাই বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা। তার বিরুদ্ধে একাধিক ভুয়ো ওয়েবসাইট বানিয়ে স্বাস্থ্য দফতরের নথি জাল ও টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ ৷ প্রায় 45টি সংস্থাকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মোট 37 কোটি টাকা প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে ৷ একটি সংস্থার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা জানতে পারেন, অভিযুক্তের স্ত্রী’র নামেও একাধিক সম্পত্তি আছে ৷ শহরের বেশ কয়েকটি ক্যাফে এবং রেস্টুরেন্ট রয়েছে । 37 কোটি টাকা পুরোটাই স্ত্রী’র অ্য়াকাউন্টে রেখেছিল বুধাদিত্য ৷ সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। পাশাপাশি ব্যাঙ্কিং লেনদেনের সমস্ত নথিপত্র খতিয়ে দেখছেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা ৷
সেই সমস্ত নথি দেখে জানতে পারেন কয়েকটি বেসরকারি হাসপাতাল থেকে জালিয়াতি করে 37 কোটি টাকা আত্মসাৎ করার পর সেই টাকা হাওয়ালের মাধ্যমে বিদেশে পাচার করে। এরপর সখ পূরণের জন্য একাধিক বিদেশি পাখি তিনি কিনেছে । পরে সেই সমস্ত পাখিগুলি বিক্রি করে ছিলেন বুধাদিত্য। সেই টাকার একটি অংশ বিভিন্ন ব্যবসায় খাটানোর চেষ্টা করেন। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত নেমে এই ঘটনায় যুক্ত বাকি অভিযুক্তদের চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। খুব শিগগিরই তাদের নোটিশ পাঠিয়ে সিজিও কমপ্লেক্স-এ ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন তদন্তকারীরা।