পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুর ইস্পাত কারখানার বন্ধ আবাসনে রহস্যজনক অগ্নিকাণ্ড - FIRE IN DURGAPUR

প্রতিবেশীদের দাবি, গত 10 দিন ধরে ওই বাড়ির ভেতরের আলো জ্বলছিল এবং নিভছিল ৷ চারিদিকে মদের বোতল পড়ে রয়েছে ৷ আলমারির দরজা ভাঙা ছিল ৷

fire in durgapur
দুর্গাপুরের বন্ধ আবাসনে আগুন (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2025, 4:56 PM IST

দুর্গাপুর, 6 জানুয়ারি: ইস্পাত কারখানার তালাবন্ধ আবাসনের ভিতর রহস্যজনকভাবে আগুন ৷ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দুর্গাপুর স্টিল টাউনশিপের কনিষ্ক রোডের 1/126 নম্বর আবাসনে ৷

প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে সেখানে আসেন । খবর যায় দমকল বিভাগ ও দুর্গাপুর থানার পুলিশের কাছে । পুলিশ ও দমকল বিভাগ ঘটনাস্থলে আসে । তারপর দমকলের প্রায় 5 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷

চারবছর ধরে তালাবন্ধ আবাসনের ভিতরে আগুন (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার দ্বিতল এই আবাসনটি গুরুপদ ও রুক্মিণী সেনগুপ্তের । তাঁর দুই ছেলে বাইরে চাকরি করেন । তাই তাঁরা এখানে থাকেন না । দীর্ঘ চার বছর ধরে তালা বন্ধ রয়েছে এই আবাসন ৷ সোমবার ওই আবাসনের পেছনের দরজা ভাঙা ছিল ৷ প্রচুর মদের বোতল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ৷ প্রতিবেশীরা গত 10 দিন যাবৎ দেখছিলেন, বাড়ির ভেতরের আলো জ্বলছিল এবং নিভছিল ৷

এদিনের ঘটনার পর প্রশ্ন উঠেছে, তাহলে কি তালা বন্ধ এই ঘরে দুষ্কৃতীদের অবাধ আনাগোনা চলছিল কয়েকদিন ধরে ? আগুনে ঘরের ভেতরের আলমারি-সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে । আলমারির দরজা খোলা ছিল । তাহলে কী দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল তালা বন্ধ এই আবাসনটি ?

যত্রতত্র পড়ে মদের বোতল (নিজস্ব ছবি)

স্থানীয় বাসিন্দা সুমন ঘোষালের কথায়, "গুরুপদ সেনগুপ্ত ও তাঁর স্ত্রী রুক্মিণী সেনগুপ্তর নামে এই আবাসন । তাঁর দুই ছেলে বাইরে চাকরি করার কারণে এই দ্বিতল আবাসন দীর্ঘদিন তালাবন্ধ । কীভাবে আগুন লাগল জানি না । বাড়ির ভেতরে যদি গ্যাস সিলিন্ডার থাকে আর তাতে যদি বিস্ফোরণ হয়, তাহলে লাগোয়া যে বাড়িগুলি তাও ক্ষতিগ্রস্ত হবে ।"

আগুন নেভাতে হিমশিম দমকলের (নিজস্ব ছবি)

ঘটনাস্থলে বহু মানুষের উপস্থিতি দেখা যায় । দমকল বিভাগের কর্মীদের তালাবন্ধ বাড়িতে আগুন নেভাতে হিমশিম খেতে হয় । দুর্গাপুরের দমকল বিভাগের টিম লিডার বিবেককুমার মণ্ডল বলেন, "তালাবন্ধ ছিল ঘর । তবে পিছনের দরজার নীচে অনেকটা ফাঁকা ছিল, যা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে । এই আবাসন 4 বছর বন্ধ পড়ে বলে জেনেছি । কীভাবে আগুন তা বোঝা যাচ্ছে না । প্রায় 5 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । একটা ইঞ্জিন নিয়ে কাজ করেছি ।"

কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে (নিজস্ব ছবি)

দুর্গাপুরের এসিপি সুবীর রায় বলেন, "আমরা গোটা ঘটনা তদন্ত করে দেখছি । ঘটনাস্থলে অনেক মদের বোতল পড়েছিল বলেও আমরা জানতে পেরেছি ।"

ABOUT THE AUTHOR

...view details