পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলছুটকে জঙ্গলে ফেরাতে গিয়ে গজরাজের হানায় মৃত্যু বনকর্মীর - Elephant Attack

Elephant Kills Forest Guard: ফের হাতির হানায় মৃত্যু এক বনকর্মীর ৷ নকশালবাড়ি ব্লকে এই ঘটনায় বনকর্মীদের ভূমিকা ও প্রশিক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন ৷ তদন্ত শুরু করেছে বন দফতর ৷

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 6:58 PM IST

Elephant Attack
হাতির হানায় মৃত্যু বনকর্মীর (ইটিভি ভারত)

দার্জিলিং, 22 জুন: হাতির হানায় মৃত্যু হল এক বনকর্মীর। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের কলাবাড়ি বনাঞ্চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজেন্দ্র রাই (48)। কলাবাড়ি বন বিভাগের কর্মী ছিলেন তিনি।

কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে বলেন, "ভোর রাতে হাতির হানায় ওই কর্মীর মৃত্যু হয়েছে। নকশালবাড়ি আশাপুর চা বাগান সংলগ্ন এলাকায় চারজন কর্মী হাতির দলকে গাইড করে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেইসময় আশপাশের বাসিন্দারা পটকা ফাটায়। যার ফলে হাতিটি ক্ষেপে বনকর্মীদের উপরই আক্রমণ করে। হামলায় তিন জন পালিয়ে যেতে সক্ষম হলেও এই বনকর্মী পালাতে পারেননি। হাতির হামলায় গুরুতর জখম হন তিনি। তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷" হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত কর্মীর বুকে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত করছে বন বিভাগ ও পুলিশ।

এই নিয়ে চলতি বছরে শুধুমাত্র নকশালবাড়ি ব্লকেই হাতির হানায় চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত দু'বছরে হাতির হানায় এই নিয়ে তিন বনকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। ঘটনায় বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, দলছুট হাতিকে বনে ফেরাতে বনকর্মীরই নিরাপদ নন ৷ যদি বনকর্মীরা এইভাবে হাতির হানায় মারা যান তাহলে সাধারণের নিরাপত্তা কোথায়, উঠেছে প্রশ্ন ৷ আবার বনকর্মীদের ভূমিকা ও প্রশিক্ষণ নিয়েও স্থানীয়রা প্রশ্ন তুলছেন ৷ হাতিটিকে জঙ্গলে ফেরাতে কী কী গাফিলতি হয়েছিল তা তদন্ত করে দেখছেন বন আধিকারিকরা। হাতিটিকে বনে ফেরানোর সময় এসওপি মানা হয়েছিল কি না, তা জানতে বাকি কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে বন দফতর।

ABOUT THE AUTHOR

...view details