গঙ্গারামপুর, 24 এপ্রিল:"ভোটের ফলপ্রকাশের পর জানা যাবে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র কত ভোটে জেতেন ৷ তখন এসে আগে সুকান্তদার বাড়িতে চা খেয়ে তারপর বিপ্লবদার বাড়িতে লাঞ্চ করব ৷" বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে এসে এমনটাই বললেন দেব ৷ বুধবার গঙ্গারামপুর বিডিও অফিস মোড় থেকে রোড-শো শুরু করেন তিনি । অভিনেতার রোড শো-য়ের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় গঙ্গারামপুর শহর । রাস্তার দু'ধারে দেবকে দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো । রোড-শো থেকে বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান অভিনেতা ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা দেব বলেন, "দু'দিন ধরে আমি বিপ্লবদার সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় ঘুরছি । যেভাবে মানুষ রাস্তায় নেমেছে তাতে বলা মুশকিল যে কত ভোটের ব্যবধানে বিপ্লবদা জিতবেন । আগামী জুন মাসে তা প্রমাণ হয়ে যাবে । ভোটে জিতলে তখন এসে প্রথমে সুকান্ত মজুমদারের বাড়িতে গিয়ে চা খেয়ে আসব ৷ তারপর বিপ্লবদার বাড়িতে লাঞ্চ করব ৷" এছাড়াও তিনি বলেন,"যারা ভোটার হয়েছেন সকলেই ভোট দিন ৷ শতাংশের নিরিখে প্রথম দফায় ভোট কমেছে ৷ তাই আপনারা সকলে ভোট দিন ৷"