কলকাতা, 1 মে: দেশ তথা রাজ্যে আগামী 7 মে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। এই দফায় পশ্চিমবঙ্গে চারটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে ৷ মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ ৷ তবে কমিশনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মুর্শিদাবাদ ৷ তাই তার আগে আবারও দফায় দফায় চলছে নির্বাচনী প্রস্তুতি । তবে কমিশনের পক্ষ থেকে যতই চেষ্টা করা হোক না কেন মুর্শিদাবাদ রয়েছে মুর্শিদাবাদেই।
অতীতের ব্যতিক্রম নেই । নির্বাচনের আগে বা পরে অশান্তির ঘটনার পুনরাবৃত্তি এবারেও হল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে । চিন্তায় জাতীয় নির্বাচন কমিশন । সাইলেন্স পিরিয়ড শুরু হওয়ার আগেই মুর্শিদাবাদ জেলার পরিস্থিতি স্বাভাবিক করতে হবে এমনটা জানিয়ে দিয়েছে কমিশন। বোমা বিস্ফোরণ নিয়ে রিপোর্ট তলব করা থেকে শুরু করে একাধিক নির্দেশিকাও জারিও করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁরা যেন সংশ্লিষ্ট ডিইওদের সঙ্গে আলোচনা করে নির্বাচনে পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত করেন । এছাড়াও জেলার অবজার্ভারদের থেকে অনুমতি নিতে হবে । আর যদি কোনও সিদ্ধান্তের পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলে তারপর তা করতে হবে ।
এছাড়াও মহিলাদের কথা মাথায় রেখে তৃতীয় দফার যে লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে সেখানে মহিলা পুলিশও মোতায়েন করতে হবে । মহিলা পুলিশদের জন্য উইম্যান পুলিশ স্টেশন থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যে সমস্ত লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে সেখানে অন্যান্য জেলা থেকে রাজ্য পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রথম দুই দফার মতোই সবক'টি বুথেই থাকছে কেন্দ্রীয়বাহিনী। 100 শতাংশ বুথে থাকছে ওয়েব কাস্টিং ৷ তবে যেখানে যেখানে এই ব্যবস্থা করা সম্ভব হবে না সেখানে থাকবে মাইক্রো অবজার্ভার । এছাড়াও নিরাপত্তাবাহিনীদের উদ্দেশে নির্দেশ দেওয়া হয়েছে যে, সমস্ত কনস্টেবল, হোম গার্ড, ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স এবং স্থানীয় পুলিশকে সশস্ত্র থাকতে হবে ৷ সঙ্গে লাঠি ও হেলমেট রাখতে হবে ।
অন্যদিকে, তৃতীয় দফায় মোট 334 কোম্পানি বাহিনী থাকছে । এখনও পর্যন্ত জানা গিয়েছে, জঙ্গিপুরে থাকছে 64 কোম্পানি, কৃষ্ণনগরে 12 কোম্পানি, দুই মালদা মিলিয়ে থাকছে 144 কোম্পানি এবং মুর্শিদাবাদে থাকছে 114 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী । অর্থাৎ, তৃতীয় দফায় রাজ্যে উপস্থিত থাকবে মোট 406 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী । এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, চারটি লোকসভা কেন্দ্রে মোট 10 হাজার 894 জন রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন থাকছে ।
কাঁটা মুর্শিদাবাদ, তৃতীয় দফায় শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন - Lok Sabha Election 2024
ECI on Third Phase Vote: বঙ্গে তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদ-সহ তিন কেন্দ্রে ৷ তবে যেভাবে ভোটের আগেই একাধিকবার উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ, তাতে চিন্তিত নির্বাচন কমিশন ৷ তবুও শান্তিপূর্ণ নির্বাচন করাতে তৎপর তারা ৷
তৃতীয় দফায় মুর্শিদাবাদে ভোট নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন
Published : May 1, 2024, 11:08 AM IST