পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শেষ দফার ভোটের আগে রাজ্যে একাধিক অশান্তি, ঘটনার রিপোর্ট তলব কমিশনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Pre-Election Violence in Bengal: সপ্তম তথা শেষ দফা ভোটের আগে রাজ্যের তিনটি জায়গায় হিংসার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন ৷ কোথায়, কী এমন হল ?

ECI on State
ভারতের নির্বাচন কমিশন (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 9:13 PM IST

কলকাতা, 29 মে: শিওরে সপ্তম তথা শেষ দফা ভোট ৷ তার আগেই বাংলায় একাধিক হিংসার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷ যার মধ্যে রয়েছে জয়নগর, নদিয়া ও ভাটপাড়ার ঘটনা ৷

ঘটনা 1: জয়নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের উপর গুলি চালানোর অভিযোগ নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন । জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলা থানা এলাকার গড়দেওয়ানিতে মঙ্গলবার রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তপন মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা । তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার অভিযোগ জানানোর পর বুধবার 24 ঘণ্টার মধ্যে জয়নগরের এই ঘটনার 'অ্যাকশন টেকেন রিপোর্ট' তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।

ঘটনা 2: নদিয়া থানার কল্যাণী সীমান্ত এলাকায় একটি স্কুটি চড়ে যাচ্ছিলেন দুই যুবক। তাঁদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে । একজনের গুলি লাগে বলে জানা গিয়েছে । আহত যুবকের নাম অজয় মাহাতো । বয়স 30 । বাড়ি কল্যাণী থানার চরজাজিরা এলাকায় । স্থানীয়রা জানান, স্কুটি করে যাওয়ার সময় পিছন থেকে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় । তবে কে বা কারা গুলি চালিয়েছিল, তা এখনও জানা যায়নি । আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই ওই যুবকের চিকিৎসা চলছে । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ । এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ । এই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে 24 ঘণ্টার মধ্যে 'অ্যাকশন টেকেন রিপোর্ট' তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।

ঘটনা 3: ভাটপাড়ার বোমাবাজির ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । আগামী 24 ঘণ্টার মধ্যে 'অ্যাকশন টেকেন রিপোর্ট' জমা দিতে হবে । এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপির নেতাদের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ করে কমিশনের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির । সেই ঘটনাতেই রিপোর্ট তলব বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details