পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, ট্যাবের টাকা ‘জালিয়াতি’তে সাফাই শিক্ষামন্ত্রীর

নির্বাচনী প্রচারে এসে ট্যাবের টাকা গায়েব নিয়ে সাফাই দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ ওই টাকা জেলার ছাত্রছাত্রীরাই ঠিকই পাবে বলে দাবি তাঁর ৷

Education minister Bratya Basu
তালডাংরায় নির্বাচনী প্রচারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 4:43 PM IST

বাঁকুড়া (তালডাংরা), 9 নভেম্বর:পড়ুয়াদের বদলে ট্যাবের টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে ৷ ট্যাবের টাকা গায়েব হওয়া নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

তিনি বলেন, "অ্যাকাউন্টগুলি চিহ্নিত করা হয়ে গিয়েছে । সরকারি কোনও আধিকারিকের ভুল থাকলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । কিন্তু এটা নিয়ে আর কোনও গোলযোগ নেই । যাঁদের নামে ট্যাবের টাকা ওই জেলার ছাত্রছাত্রীরাই পাবে ।"

ট্যাবের টাকা জালিয়াতি নিয়ে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী (ইটিভি ভারত)

প্রসঙ্গত, রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সুবির্ধাথে তাদের অ্যাকাউন্টে 10 হাজার টাকা করে দেয় ৷ ট্যাব কেনার জন্য মূলত দেওয়া হয় এই টাকা ৷ তবে যোগ্য পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে সেই টাকা অন্যের অ্যাকউন্টে চলে যাচ্ছে বলে অভিযোগ ৷ যা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে ৷ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার প্রসঙ্গ এবার সাফাই দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আসন্ন । এই ছয় বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হল বাঁকুড়া জেলার তালডাংরা । আগামী 13 নভেম্বর এই বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপ-নির্বাচন । আর এই উপনির্বাচনের আগে বিভিন্ন হেভিওয়েটদের দিয়ে চলছে শাসক-বিরোধী উভয়পক্ষের প্রচার ৷ শুক্রবার তালডাংরার তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে একটি নির্বাচনী সভা করতে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । বিভিন্ন প্রসঙ্গে খোলা মঞ্চে বক্তব্য রাখার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই ট্যাবের টাকার বিষয়ে তিনি মন্তব্য করেন ৷

ব্রাত্য বসুকে সংবর্ধনা তালডাংরায় (নিজস্ব ছবি)

উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা কেন্দ্র থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্যামল সরকারকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তাঁকেই বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল ৷ ভোটে জিতে এই মুহূর্তে সাংসদ হয়েছেন বাঁকুড়া সাংঠনিক জেলা তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তী । ফলে 13 নভেম্বর তাঁর ছেড়ে যাওয়া এই কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন । হেভিওয়েটদের দিয়ে প্রচার চালানোর পর এই বিধানসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ।

ABOUT THE AUTHOR

...view details