কলকাতা, 7 সেপ্টেম্বর: সল্টলেকে বিই ব্লকের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল ইডি ৷ সেই সোনার বাজার মূল্য 5 কোটি টাকা ৷ জানা গিয়েছে, ওই বাড়িটি ব্যবসায়ী স্বপন সাহার ৷ তিনি ওষুধ ব্যবসায়ী ৷ তাঁর সঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে ভালো সম্পর্ক ৷ আরজি কর দুর্নীতির তদন্তে শুক্রবার ইডির একটি দল তাঁর বাড়িতে তল্লাশি চালায় ৷ 9 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে ৷
গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তরফ থেকে শহরের প্রায় 12 টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালানো হয়। সেখানে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি ও ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র এবং সামগ্রী বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সেগুলি গতকাল রাতে সিজিও কমপ্লেক্স এ নিয়ে আসা হয় ৷
শনিবার দুপুরে জানা যায়, ইডি আধিকারিকরা বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেছে, এর বাজার মূল্য পাঁচ কোটি টাকা ৷ এদিকে এই বিপুল সোনা কোথা থেকে কীভাবে এল, তার সমর্থনে সঠিক নথি দেখাতে পারেননি ব্যবসায়ী স্বপন সাহা ৷ তাই ওই বিপুল সোনা বাজেয়াপ্ত করে তা সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছে ইডি ৷ তদন্তকারীরা জানতে পারেন, আরজি কর হাসপাতালের একাধিক মেডিক্যাল সামগ্রী স্বপনের হাত ধরেই বিদেশে চলে যেত ৷ স্বপনের বাড়ি থেকে সোনা-সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেন ইডির তদন্তকারীরা ৷