কলকাতা, 6 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলায় ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা ৷ সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হল ইডি । আগামিকাল অর্থাৎ বুধবার মামলার শুনানি হতে পারে বলে জানালেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামিকাল বিশেষভাবে তালিকাভুক্ত করা হবে মামলাটিকে ।
সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত হতে হয় ইডির আধিকারিকদের ৷ এই ঘটনায় সিঙ্গল বেঞ্চ সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন করে যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিল । ওই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডি । তাদের বক্তব্য ছিল, রাজ্য পুলিশ এর আগে একাধিক মামলায় সিবিআইয়ের সঙ্গে অসহযোগিতা করেছে; এক্ষেত্রেও সেই আশঙ্কা রয়েছে ৷ তাই মামলার তদন্তভার দেওয়া হোক শুধুমাত্র সিবিআইয়ের হাতে । কিন্তু সেই মামলা বেশ কয়েকদিন ধরে তালিকায় থাকলেও শুনানি হচ্ছে না কলকাতা হাইকোর্টে ।
মঙ্গলবার ইডি'র তরফে আইনজীবী ফের প্রধান বিচারপতিকে জানান, 12 ফেব্রুয়ারি বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলার প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা । কিন্তু তদন্ত থমকে রয়েছে । দ্রুত শুনানি করা হোক মামলার । প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন আগামিকাল তিনি মামলাটি শুনবেন ।