পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি, পার্থ ঘনিষ্ঠের বাড়িতে হানা - Teachers Recruitment Scam

Teachers Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের সক্রিয় ইডি ৷ শহরের তিন জায়গায় একযোগে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 10:40 AM IST

কলকাতা, 8 মার্চ: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ বৃহস্পতিবারের পর শুক্রবারও সকাল থেকে অভিযানে নামল ইডি ৷ এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শহরের একাধিক জায়গায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ এদিন সাত সকালেই নিউটাউনের পাথরঘাটার মাজার শরিফ মোড়ে পার্শ্বশিক্ষক আব্দুল আমিন বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। এদিন সকাল সাতটা থেকে সেই পার্শ্বশিক্ষকের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি অফিসারেরা ৷

ইডি সূত্রে খবর, পার্শ্বশিক্ষক আব্দুল আমিন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ৷ তিনি পাথরঘাটা হাইস্কুলের প্রাক্তন পার্শ্বশিক্ষক বলেও জানা গিয়েছে। এদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি'র পাঁচ সদস্যের তদন্তকারী দল ওই পার্শ্বশিক্ষকের বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছেন বলে খবর। এর পাশাপাশি আরও দুই জায়গায় হানা দিয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিউটাউনের পাথরঘাটার পাশাপাশি শ্যামনগর রোড ডায়মন্ড সিটি নর্থ ব্লকের পঙ্কজ আগরওয়ালের ফ্ল্যাটেও পৌঁছে যায় ইডি ৷

ইডি সূত্রে খবর, ওই ব্যক্তি একজন চার্টার্ড অ্য়াকাউন্টেন্ট ৷ এলাকায় একাধিক ফ্ল্য়াটও রয়েছে তাঁর ৷ এমনকী ইডি আধিকারিকদের দাবি, এই ব্যক্তি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অন্যতম মিডলম্যান প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ ৷ এরই পাশাপাশি, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজারহাটে চন্দন চট্টোপাধ্য়ায়ের বাড়িতেও যায় ইডি আধিকারিকরা ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় জমি ব্যবসায়ী ৷ সেও প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। অন্যদিকে, কেন নিউটাউনে ইডি'র হানা তা জানতে খোঁজ নিল টেকনোসিটি থানার পুলিশ ৷

অন্যদিকে, শেখ সাহজাহানকে হাতে পেয়ে তদন্তে গতি এনেছে সিবিআই ৷ বৃহস্পতিবার সকালে তদন্তকারীরা হাজির উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালির ন্যাজাট থানায়। বুধবারই এই মামলায় মোট তিনটি এফআইআর দায়ের করেছে সিবিআই। এর মধ্যে দু’টি মামলাতেই অভিযুক্তের নামে আছে শাহজাহান।

আরও পড়ুন

শাহজাহানকে হেফাজতে পেয়ে তদন্তে গতি আনল সিবিআই, শঙ্করকে নিয়ে তৎপরতা বনগাঁতেও

শাহজাহানকে হেফাজতে পেয়েই তদন্তে গতি বাড়াল সিবিআই, নিজাম প্যালেসে ইডির ডেপুটি ডিরেক্টর

ABOUT THE AUTHOR

...view details