পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশন দুর্নীতি মামলায় ব্যারাকপুরে তল্লাশি, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে জিজ্ঞাসাবাদ - RATION DISTRIBUTION SCAM

রেশন দুর্নীতি মামলায় ফের ইডির অভিযান ৷ ব্যারাকপুরে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশি, জিজ্ঞাসাবাদ ৷

Ration Distribution Scam
রেশন দুর্নীতি মামলায় ব্যারাকপুরে তল্লাশি, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে জিজ্ঞাসাবাদ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2024, 4:13 PM IST

ব‍্যারাকপুর, 11 অক্টোবর: রেশন দুর্নীতি মামলায় ফের তেঁড়েফুঁড়ে আসরে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । মহাষ্টমীর সকালে তৃণমূল কাউন্সিলরের স্বামীর ব‍্যারাকপুরের বাড়িতে এবার হানা দিলেন ইডির আধিকারিকরা । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় সেখানে চলছে ম‍্যারাথন তল্লাশি ।

জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উত্তর ব‍্যারাকপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ‍্যপীর স্বামী মৃন্ময় কাশ‍্যপীকে । রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সেই সূত্র ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক মৃন্ময় কাশ‍্যপীর বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, এমনটাই খবর ইডি সূত্রে ।

রেশন দুর্নীতি মামলায় ব্যারাকপুরে তল্লাশি, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে জিজ্ঞাসাবাদ (ইটিভি ভারত)

প্রসঙ্গত, শ্রাবণী কাশ‍্যপী উত্তর ব্যারাকপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । তাঁর স্বামী মৃন্ময় কাশ‍্যপীর গতিবিধি বেশ কয়েকমাস ধরেই নজরে রেখেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা । ইডির আধিকারিকদের ধারণা, মৃন্ময় জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক হওয়ায় রেশন দুর্নীতি মামলায় তাঁর কোনও না কোনও যোগ থাকার সম্ভবনা রয়েছে । আর তা নিশ্চিত হতেই তাঁকে সামনে বসিয়ে জেরা করে চলেছেন তদন্তকারীরা ।

রেশন দুর্নীতি মামলায় ব্যারাকপুরে তল্লাশি (নিজস্ব চিত্র)

সূত্রের খবর, তাঁর বাড়ি থেকে বেশকিছু ডিজিটাল তথ‍্য প্রমাণ এবং কাগজপত্র বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা । তবে, যেহেতু তৃণমূল কাউন্সিলরের স্বামীর ব‍্যারাকপুরের বাড়িতে এখনও তল্লাশি অভিযান চলছে ইডির, সেহেতু তাঁকে জেরা কী তথ্য উঠে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে, তা জানা সম্ভব হয়নি ।

রেশন দুর্নীতি মামলায় ব্যারাকপুরে তল্লাশি (নিজস্ব চিত্র)

এদিকে, পুজোতেও তৃণমূল কাউন্সিলরের স্বামীর বাড়িতে ইডি হানা দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনমানসে । বিষয়টি ভালোভাবে নেননি এলাকার লোকজন ।

ABOUT THE AUTHOR

...view details