কলকাতা, 8 এপ্রিল: নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার সেই মোবাইল ফোন আনলক করলেন গোয়েন্দারা। সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার এক প্রতিনিধি ইডি অফিসে এসে তার সেই মোবাইল ফোনটি আনলক করে দিয়ে যান। এতদিন মোবাইল ফোনটি লক অবস্থায় ছিল। ইডি তরফে জানা গিয়েছে, এর আগে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে নোটিশ দিয়ে সংশ্লিষ্ট মোবাইলটি যাতে আনলক করা যায় তার আরজি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
সূত্রের খবর, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ব্যবহার করা ওই মোবাইল ফোন আনলক করা হয়েছে। এবার সেই ফোন থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে কথোপকথনের রেকর্ড এবং বিশেষ করে হোয়াটস্যাপ চ্যাট ডিটেলস ঘেঁটে বিস্তর তথ্য পাওয়ার আশা করছেন ইডি'র গোয়েন্দারা, যেগুলি রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
কিছুদিন আগেই বীরভূমে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা দিয়েছিল। তল্লাশি করে মিলেছিল নগদ 41 লক্ষ টাকা। লোকসভা নির্বাচনের মুখে এই ঘটনা বেশ চাঞ্চল্য তৈরি করে বিভিন্ন মহলে। তবে এখানেই থেমে থাকেননি ইডি আধিকারিকরা। এরপরে মন্ত্রীকেও তলব করে ইডি। কিন্তু ইডি ডাকে সাড়া দিচ্ছিলেন না তিনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়। লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের অভিযানে জোর জল্পনা শুরু হয় বিভিন্ন রাজনৈতিক মহলে।
41 লক্ষ টাকা কীভাবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এল, তা জানার চেষ্টা করছেন ইডি'র গোয়েন্দারা। পাশাপাশি উদ্ধার হওয়া ওই 41 লক্ষ টাকার উৎস কী তা জানার জন্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কলকাতায় সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল ৷ কিন্তু তিনি আসেননি।
আরও পড়ুন:
- চন্দ্রনাথকে নোটিশ, মন্ত্রী বা তাঁর প্রতিনিধিকে ইডি অফিসে হাজিরার নির্দেশ
- টানা 14 ঘণ্টা জেরা শেষে মন্ত্রী চন্দ্রনাথের ঘর থেকে উদ্ধার 41 লক্ষ টাকা
- নিয়োগ দুর্নীতি মামলায় 14 ঘণ্টা তল্লাশির পর মন্ত্রী চন্দ্রনাথের বাড়ি থেকে বেরল ইডি