কলকাতা, 29 জানুয়ারি:সন্দেশখালির ঘটনার ঠিক আগে প্রথমে তিন মিনিট ধরে কারও সঙ্গে কথা বলেন শেখ শাহজাহান ৷ 28 বার একাধিক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি ৷ কার সঙ্গে তাঁর এই কথোপকথন হয়েছে, তা জানতে এখন মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ ইডির তরফে সন্দেশখালির এই 'বেতাজ বাদশা'কে আগেই সমনের নোটিশ দেওয়া হয়েছে ৷ সেই নোটিশে সাড়া দিয়ে আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা রয়েছে বর্তমানে পুলিশের জালে অধরা শেখ শাহজাহানের ।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিতে আসেননি । তবে এর পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারীদের উপর হামলা এবং জিনিসপত্র লুঠপাঠের ঘটনার তদন্ত নেমে শাহজাহানের ফোনের কল রেকর্ড এবং সিডিআর নম্বর হাতে এসেছে ইডির ৷ সেগুলিকে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে তদন্তকারীদের তরফে ।
জানা গিয়েছে, গত 5 জানুয়ারি সন্দেশখালিতে যখন শেখ শাহজাহানের বাড়িতে প্রথমবার ইডির তদন্তকারী আধিকারিকরা গিয়ে পৌঁছন, সেই সময়ে গ্রামবাসীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের উপর হামলা চালায় । তদন্তের নেমে ইডির আধিকারিকরা জানতে পারেন, এই ঘটনার ঠিক কয়েক মুহূর্ত আগেই শেখ শাহজাহান তিন মিনিট ধরে ফোনে কারোর সঙ্গে কথা বলেছিলেন । ইডির তদন্তকারী আধিকারিকদের দাবি, ওই তিন মিনিটেই তৈরি হয়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের ওপর হামলা চালানোর পরিকল্পনা । শেখ শাহজাহান ওই তিন মিনিট কার সঙ্গে ফেনে কথা বলেছিলেন, সেটাই এখন জানতে চাইছেন তদন্তকারীরা ।
পাশাপাশি ইডির দাবি, শাহজাহান ঘটনার দিন মোট 28 বার ফোনে ব্যস্ত ছিলেন । ঘটনার দিন তিনি কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং কতক্ষণ ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ এই বিষয়ে জানার জন্য এবার শাহজাহানের ব্যবহার করা মোবাইল ফোনের সিডিআর কোড এবং কল রেকর্ডিংয়ের যাবতীয় তথ্য হাতে পেতে চাইছে তদন্তকারীরা । ইডি সূত্রে খবর, এই তথ্য তদন্তকারীদের হাতে এলে তাঁরা পরবর্তী শুনানিতে আদালতে এর বিস্তারিত তথ্য তুলে ধরবেন ।
প্রসঙ্গত, গত 5 জানুয়ারি রাজ্যের রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত নেমে তৃণমূল নেতা শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে তল্লাশি অভিযানে যান ইডির তদন্তকারী আধিকারিকরা । সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও । অভিযোগ, সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তাঁর নাম ধরে ডাকাডাকি করার মুহূর্তের মধ্যেই ইডি অফিসারদের উপর হামলা করে বসে একদল দুষ্কৃতী । সেই ঘটনার প্রায় ঊনিশ দিন পর ফের সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে গিয়েছিলেন ইডি আধিকারিকরা ।
শাহজাহানের বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন তাঁরা । তল্লাশি চালান । এমনকী কথা বলেন তৃণমূল নেতার পরিজনদের সঙ্গেও । প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় ওইদিন শাহজাহানের বাড়িতে । এরপর শাহজাহানের বাড়ির দরজায় নোটিশ সাঁটিয়ে দেন ইডির আধিকারিকরা । সেই নোটিশে লেখা ছিল, 29 জানুয়ারি অর্থাৎ আজ ইডি দফতরে হাজিরা দিতে হবে শেখ শাহজাহানকে । তবে তৃণমূল নেতা আজ প্রকাশ্যে এসে হাজিরা দেবেন কি না, সেই দিকে নজর রয়েছে সকলের ৷
আরও পড়ুন:
- সন্দেশখালিকাণ্ডের 'নায়ক' শাহজাহান কোথায় ? জানেন কারামন্ত্রী
- তৃণমূল নেতা শাহজাহান অন্যায় করেছেন, প্রথমবার জনসমক্ষে মন্তব্য ফিরহাদের
- সাড়ে ন'ঘণ্টা পর শাহজাহানের বাড়ি সিল করল ইডি, সাঁটানো হল সমনের নোটিশও