পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এসএসসি দুর্নীতিতে 17 হাজার পাতার চার্জশিট পেশ ইডির, নাম শান্তিপ্রসাদ-প্রসন্নর - Bengal Recruitment Case - BENGAL RECRUITMENT CASE

High Court on SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আদালতে চার্জশিট পেশ করল ইডি ৷ 17 হাজার পাতার চার্জশিটে অভিযুক্তের সংখ্যা শতাধিক ৷

Etv Bharat
এসএসসি দুর্নীতি মামলা

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 9:23 PM IST

কলকাতা, 18 এপ্রিল: রাজ্যে এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় আদালতে এই প্রথম চার্জশিট পেশ করল ইডি। সূত্রের খবর মোট 300 পাতার মূল চার্জশিটে অভিযুক্তের সংখ্যা প্রায় 100 জনের বেশি। তবে ইডির পেশ করা বিভিন্ন নথি যোগ করে সবমিলিয়ে 17 হাজার পাতার চার্জশিট পেশ করা হয়েছে বলে ইডি সূৃত্রে খবর।

অভিযুক্তের তালিকায় রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হা, ‘মিডলম্যান’ প্রসন্ন রায়-সহ মোট 18 জন। এছাড়াও 90টির বেশি সংস্থারও নাম তুলে ধরা হয়েছে চার্জশিটে। তদন্তকারীরা মনে করছেন, এই মামলায় একাদশ-দ্বাদশ শ্রেণির অযোগ্য প্রার্থীর সংখ্যা আছে প্রায় 1 হাজার 120 জনের কাছাকাছি। নবম-দশমে সেই সংখ্যা 946 জনের কাছাকাছি।

এছাড়াও এই মামলায় একাধিক 'এজেন্ট' এবং 'মিডলম্যান' জড়িত রয়েছেন বলেও চার্জশিটে দাবি করেছে ইডি। আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা, প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিলেন। পরে তাঁর কোটি কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছিলেন তদন্তকারীরা ৷ অভিযোগ পরে জামিন পেয়ে কলকাতায় এসে অন্য সম্পত্তিও বিক্রি করার চেষ্টা করেছিলেন প্রসন্ন রায়। পাশাপাশি, শান্তি প্রসাদ সিনহা যখন এসএসসির উপদেষ্টা ছিলেন সেই সময় একজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে নিয়মিত তিনি যোগাযোগ রাখতেন বলে ইডির দাবি। বিভিন্ন এজেন্টরা মূলত প্রসন্ন রায়ের কাছ থেকে টাকার বিনিময় রাজ্যের একাধিক অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দিতেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে 2022 সালের অগস্টে এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদকে গ্রেফতার করে সিবিআই। তার আগে ওই বছরের এপ্রিলে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন তিনি। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ছিল শান্তিপ্রসাদের বিরুদ্ধে। গ্রুপ সি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই।

শান্তিপ্রসাদ এবং প্রসন্ন, দুজনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁদের কী ভূমিকা ছিল, তাই তদন্ত করে জানার চেষ্টা চালায় তদন্তকারীরা ৷ এদিন আদালতে যে চার্জশিট জমা পড়েছে তাতে নাম রয়েছে এই দুই অভিযুক্তের ৷

আরও পড়ুন

1. নিয়োগ দুর্নীতি মামলা, শান্তিপ্রসাদ ও প্রসন্নর সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি

2.এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ, পরে রায়দান; জানাল ডিভিশন বেঞ্চ

3.নিয়োগ দুর্নীতি প্রমাণিত হলে বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগ, প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details