কলকাতা, 3 ফেব্রুয়ারি: শেখ শাহজাহানের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি'র হাতে। সেই জন্য তাঁকে গ্রেফতার করতে পারছে না তারা ৷ কলকাতার নগর দায়রা আদালতে এমনটাই দাবি শেখ শাহজাহানের আইনজীবীর। সমাজের চোখে খারাপ বলে প্রতিপন্ন করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি আইনজীবীর। শনিবার নগর দায়রা আদালতে শাহজাহানের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলায় তাঁর আইনজীবী দাবি করেছেন, শাহজাহানের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ নেই ইডি'র হাতে। তা না হলে, তাঁকে আগেই গ্রেফতার করত।
শাহজাহানের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করেছে ইডি। তার জন্য নগর দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন শাহজাহান। সেই সংক্রান্ত মামলার শুনানিতে এদিন তাঁর পক্ষে আইনজীবী ইডি'র বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, "রেশন দূর্নীতির তদন্ত করতে গিয়ে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যে চিঠি ইডি পেয়েছিল তাতে শাহজাহানের নাম ছিল বলে দাবি করা হয়েছে। যদি তাই সত্য হয় তাহলে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ডাকেনি কেন ?"
শাহজাহানের আইনজীবীর আরও দাবি, "5 জানুয়ারি প্রথম শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেদিন তারা আক্রান্ত হয় বলে অভিযোগ। তারপর আরও একবার তাঁর বাড়িতে গিয়েছিল ইডি। কিন্তু তাঁকে কোনও সমন পাঠানো হয়নি। শাহজাহানের বিরুদ্ধে ইডি'র হাতে যদি পর্যাপ্ত তথ্য প্রমান থাকতো তাহলে তাঁকে সমন না পাঠিয়ে তাঁর বাড়িতে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসত ! কিন্তু শেষমেশ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়।"
শাহজাহানের আইনজীবী আদালতকে আরও জানিয়েছেন, রেশন দুর্নীতি নিয়ে ইডি'র এফআইআর বা চার্জশিটে নাম নেই তাঁর। কিন্তু শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে তাঁকে হাজিরার নোটিশ দিয়ে এসেছিল ইডি। এতে বলা যায় তাঁকে গ্রেফতার করতে হয়তো যাননি ইডি আধিকারিকরা। কিন্তু তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। ফলে গ্রেফতারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।