কলকাতা, 2 অগস্ট: গ্রেফতারির 24 ঘণ্টার মধ্যে তৃণমূল নেতা আনিসুর রহমানের নয়া 'কুকীর্তির' সন্ধান পেল ইডি ৷ তদন্তকারীদের অনুমান, আনিসুর রহমান কর বাঁচানোর জন্য তার একাধিক আত্মীয়কে রেশন দুর্নীতিতে সামিল করেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের অভিযোগ আনিসুর এবং তার ভাই লতিফ একাধিক আত্মীয়র আধার কার্ড এবং প্যান কার্ড ব্যবহার করে তাদেরকে কৃষক দেখিয়ে রাজ্য সরকারের রেশনের চাল বেআইনি পদ্ধতিতে তুলেছিল ৷ বৃহস্পতিবার ইডি আধিকারিকরা দুই ভাইকে প্রায় 14 ঘণ্টা ম্যারাথন জেরা করেন ৷ বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় তাদের গ্রেফতারও করা হয় ৷
সূত্রের খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম হাসপাতালে থাকাকালীন একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠি উদ্ধার করে ইডি। সংশ্লিষ্ট চিঠি থেকে তদন্তকারীরা এই দুই ভাইয়ের নাম জানতে পারেন ৷ সেই চিঠি থেকেই আরও জানা গিয়েছে, দুই ভাই রাজ্য সরকারের রেশনের চাল বেআইনিভাবে বিক্রি করে প্রায় 45 কোটি টাকা পায়। সেই টাকা বালুর তিনটি সংস্থায় যায় ৷ এই তদন্তে সেই চিঠির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ইডির গোয়েন্দারা ৷