কলকাতা, 27 নভেম্বর: প্রথমে সিবিআই, আর এবার ইডির জালে ধরা পড়ল চিটফান্ড সংস্থা প্রয়াগের মালিক বাসুদেব বাগচী ও তাঁর ছেলে অভীক ৷ জেল থেকে ছাড়া পেয়ে আবার চিটফান্ড খুলে বাজার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে । ফলে এবার তাঁদের গ্রেফতার করল ইডি । জানা গিয়েছে, এর আগে অন্য একটি মামলায় 2017 সালের 15 মার্চ বাসুদেব এবং তাঁর পুত্র অভীককে গ্রেফতার করেছিল সিবিআই । এবার তাঁদের গ্রেফতার করল ইডি ।
আর্থির তছরুপের মামলায় চিটফান্ড সংস্থা 'প্রয়াগ' গ্রুপের মালিক ও তাঁর ছেলেকে গ্রেফতার করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক তছরুপ এবং আমানতকারীদের টাকা ফেরত না দিয়ে সেই টাকা নয়ছয় করা-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে । ইডি সূত্রে খবর, বাবা ও ছেলে দু'জনেই ওই অর্থলগ্নি সংস্থার ডিরেক্টর । অভিযুক্ত বাসুদেব বাগচীর ছেলে অভীক মুম্বইতে ছিলেন বলে ইডি সূত্রে খবর । তাঁকে সেখানেই গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । তাঁকে মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে ।