সন্দেশখালি, 24 জানুয়ারি: ফের সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে অভিযান ইডির ৷ বুধবার সাতসকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা ৷ তাঁরা গিয়ে দেখেন বাড়ির গেটে তালা ঝুলছে ৷ তারপরই তা ভাঙার কাজ শুরু হয় ৷ এর কিছুক্ষণের মধ্যেই তালা ভেঙে শাহজাহান শেখের বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷
এদিন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর 120 জনেরও বেশি কর্মীকে নিয়ে স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শী হিসাবে দু'জন স্থানীয় উপস্থিতিতে শাহজাহানের বাড়ির তালা ভেঙে দেয় ইডি ৷ বাড়িতে ঢোকার পর ইডি অফিসাররা ভিতর থেকে গেট বন্ধ করে তল্লাশি শুরু করেন ৷ এক তদন্তকারী আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "আমরা আজ শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি করব । সেখানকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব ৷"
রেশন দুর্নীতির তদন্তে 5 জানুয়ারি সন্দেশখালির 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির বাড়িতে হানা দেয় ইডি ৷ কিন্তু সেখানে পৌঁছতেই ইডি আধিকারিকদের উপর অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী হামলা চালায় বলে অভিযোগ ওঠে ৷ কয়েকজন ইডি আধিকারিকদের মাথাও ফাটিয়ে দেওয়া হয় ৷ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকলেও, শতাধিক মানুষের হামলার হাত থেকে বাঁচতে এলাকা ছাড়তে বাধ্য হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷
যদিও সেদিনের পর থেকে ফেরার অভিযুক্ত শাহজাহান ৷ হাইকোর্টে নিজের আইনজীবী মারফত আবেদন করলেও তৃণমূল নেতার টিকি দেখা যাইনি ৷ এই নিয়ে সর্বস্তরে আলোচনা হলেও দল এই বিষয়ে এখনও কিছু বলেনি । সেই ঘটনার পর আজ 24 জানুয়ারি বুধবার সাতসকালে ফের সন্দেশখালিতে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে হানা দিল ইডি ৷ তালা ভেঙে আধিকারিকরা বাড়িতে ঢুকেছেন ৷ চলছে তল্লাশি ৷
আরও পড়ুন :
- তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
- সন্দেশখালিতে হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ইডি
- 15 দিন ধরে আসছেন না 'শাহজাহান ঘনিষ্ঠ' পঞ্চায়েত প্রধান, লাটে যাবতীয় কাজ!