পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অণ্ডালে ইসিএল কর্মীর রহস্যমৃত্যু, হাইড্রেনের পাশ থেকে উদ্ধার দেহ

ECL Worker Body Recovered: ফের ইসিএল কর্মীর দেহ উদ্ধার দুর্গাপুরে ৷ রবিবার হাইড্রেনের পাশ থেকে উদ্ধার হল ব্যক্তির দেহ ৷ পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ মাসখানেক আগে দুর্গাপুরে এক ইসিএল কর্মীর দেহ উদ্ধার হয়েছিল ৷

ECL Worker Body Recovered
ইসিএল কর্মীর দেহ উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 12:37 PM IST

দুর্গাপুর, 11 ফেব্রুয়ারি:রবিবাসরীয় সকালে রাষ্ট্রায়াত্ত্ব ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের এক কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছাড়াল খনি অঞ্চলে । প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দেখতে পান হাইড্রেনের পাশে উপুড় হয়ে পড়ে রয়েছে ব্যক্তির দেহটি । চাকরির লোভে ছেলের হাতে ইসিএল কর্মী বাবার খুনের এক মাস কাটতে না কাটতেই ফের খনি কর্মীর দেহ উদ্ধার ৷ এই ঘটনায় শোরগোল এলাকা জুড়ে । ঘটনার তদন্তে নেমেছে অণ্ডাল থানার পুলিশ । মৃত খনি কর্মীর নাম গঙ্গাধর প্রধান (45) । তিনি অণ্ডালের মুকুন্দপুরের বাসিন্দা ।

জানা গিয়েছে, রবিবার অণ্ডালের মুকুন্দপুর ও পড়াশকোলের মধ্যবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দারা গঙ্গাধর প্রধানের দেহ পড়ে থাকতে দেখেন । এই খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে । স্থানীয় বাসিন্দা বিনোদ হাঁড়ি বলেন, "আমি দেহটি পড়ে থাকতে দেখি । এরপরেই প্রতিবেশীদের বিষয়টি জানাই । তারপরেই মৃত ব্যক্তির পরিচয় জানা যায় । খবর দেওয়া হয় পুলিশকে ।"

স্থানীয়দের তরফে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । কোনও বিবাদের জেরে এই খুন, না এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, এলাকার বাসিন্দাদের দাবি পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দ্রুত ইসিএল কর্মীর মৃত্যু রহস্য উদঘাটন করুক । পুরো ঘটনা খতিয়ে দেখছে অণ্ডাল থানার পুলিশ । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই এই মৃত্যু নিয়ে কোনও কিছু বলা যাবে না । ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ ।

আরও পড়ুন:

  1. ইসিএলে চাকরির লোভে বাবাকে 'খুন', গ্রেফতার গুণধর ছেলে
  2. গলা কেটে খুন ! ঘর থেকে উদ্ধার গয়না ব্যবসায়ী ও মেয়ের রক্তাক্ত দেহ
  3. কারিগরী দফতরের দুই অস্থায়ী কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার রায়গঞ্জে, গ্রেফতার বন্ধু

ABOUT THE AUTHOR

...view details