কলকাতা, 24 ফেব্রুয়ারি: মার্চের শুরুতেই 2024 সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে ৷ আর তার আগে প্রতিটি রাজ্যের পুলিশকে বদলি সংক্রান্ত একটি নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে ৷ সেখানে বদলিতে স্বচ্ছতা বজায় রাখতে নির্দিষ্ট কিছু বিষয়ের উল্লেখ করেছে নির্বাচন কমিশন ৷ নির্দিষ্ট করে বলা হয়েছে, তিন বছর বা তার বেশি যে সকল পুলিশ আধিকারিক একটি লোকসভা কেন্দ্রে কর্তব্যরত রয়েছেন তাঁদের এবার অন্য লোকসভা কেন্দ্রে বদলি করতে হবে ৷
কিন্তু, প্রশ্ন উঠছে লোকসভা ভিত্তিক কেন বদলির নির্দেশিকা ? কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, 2019 সালে লোকসভা এবং তারপর বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে ৷ সেই সময় প্রতিটি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল, তিন বছর বা তার বেশি কোনও পুলিশ আধিকারিক একটি জেলায় কর্তব্যরত থাকলে তাঁকে অন্য জেলায় বদলি করতে হবে ৷ কিন্তু, বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রে দেখা গিয়েছে সেই নির্দেশিকা সঠিকভাবে মানা হয়নি ৷ অর্থাৎ, বিধানসভা ও জেলাভিত্তিক বদলি হলেও, পুলিশ আধিকারিকদের লোকসভা কেন্দ্র একই থেকেছে ৷
অনেক সময় দেখা যায় লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র দু’টি জেলার মধ্যে পড়েছে ৷ এবার দু’টি জেলার মধ্যে আধিকারিক বদল হলে বিধানসভাত কেন্দ্র বদলে যাচ্ছে ৷ কিন্তু, দু’টি জেলার সাতটি বিধানসভা নিয়ে লোকসভা কেন্দ্রটি তৈরি হওয়ায় বদলিতে সেই স্বচ্ছতা থাকছে না ৷ তাই এবার নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শুধু জেলাভিত্তিক নয়, পুলিশ আধিকারিকদের বদলি করতে হবে লোকসভা কেন্দ্রের বিষয়টিকে মাথায় রেখেই ৷