কলকাতা, 16 এপ্রিল: প্রথম দফার নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ভোটগ্রহণের সময় ঠিক কী কী করতে পারবে, আর কী কী করতে পারবে না, তার বিস্তারিত নির্দেশিকা দিল নির্বাচন কমিশন ৷ 2021 সালের বিধানসভা নির্বাচন চলাকালীন কোচবিহার লোকসভা কেন্দ্রের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রত্যেক জেলাশাসককে চিঠি পাঠিয়েছে কমিশন । চিঠির মূল উপপাদ্য হল নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের সশস্ত্র পুলিশের কী করণীয় আর তাঁরা কী করবেন না ।
2021 সালে 10 এপ্রিল কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রে একটি স্কুলে ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে একাধিক ব্যক্তির মৃত্যু হয় । আর তারপর রাজ্যেজুড়ে শুরু হয় বিতর্ক এবং অভিযোগ ও পালটা অভিযোগ । সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই আসন্ন লোকসভা নির্বাচনে আঁটঘাট বেঁধে পথে নামছে নির্বাচন কমিশন ৷
আগামী 19 এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে সেই কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে । তাই গত বিধানসভার স্মৃতি যাতে আর ফিরে না আসে, তাই এবার প্রথম থেকেই সতর্ক জাতীয় নির্বাচন কমিশন । শুধু শীতলকুচিতেই নয়, সমস্ত জেলাকে একেবারে পয়েন্ট ক'রে ক'রে চিঠির মাধ্যমে নির্দেশিকা পাঠানো হয়েছে । রাজ্যের স্পেশাল জেনারেল অবজারভার এবং স্পেশাল পুলিশ অবজারভারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই নিয়মগুলি তৈরি করা হয়েছে ।
সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর নির্বাচন চলাকালীন কী করণীয়, সেই ক্ষেত্রে 14টি পয়েন্ট করে দেওয়া হয়েছে চিঠিতে এবং তারা কী কী করবেন না, সেই ক্ষেত্রে 11টি পয়েন্ট করে দেওয়া হয়েছে ।
কী কী করণীয়:
1) ভোট কর্মী, ভোটার এবং পোলিং এজেন্টদের সঙ্গে ভদ্র ও সৌজন্যমূলক ব্যবহার করতে হবে । ভোট কর্মী এবং ভোটারদের বিশেষ করে বয়স্ক ভোটার, মহিলা এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা কেন্দ্রে ভোট দিতে এলে তাঁদেরকে সহযোগিতা করতে হবে । জওয়ানদের সব সময় সতর্ক থাকতে হবে ।
2) পোলিং স্টেশন এবং ভোটকেন্দ্রে কোথাও যদি কোনও দুর্ঘটনা বা ঘটনা ঘটে, তাহলে অবিলম্বে এবং নিরপেক্ষভাবে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ।
3) ভোটদাতারা যাতে নিশ্চিন্তে এবং ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারেন সেই দিকে কেন্দ্রীয় বাহিনীকে যত্নবান হতে হবে । তাই ভোট দিতে আসা ভোটারদের মধ্যে আস্থা বোধ জাগিয়ে তুলতে হবে ।
4) নির্বাচন চলাকালীন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ।
5) ভোটকেন্দ্রে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তৎপর থাকতে হবে ।
6) কেন্দ্রীয় বাহিনীকে বুথে প্রবেশ গেটের সামনে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । শুধুমাত্র প্রিসাইডিং অফিসার বা জাতীয় নির্বাচন কমিশন অনুমোদিত কোনও আধিকারিক ডাকলে তবেই তিনি বুথের ভিতরে যাবেন ।
7) পোলিং স্টেশনে পৌঁছে পোলিং স্টেশনটি ভালোভাবে 'ইন্সপেক্ট' বা পরীক্ষা করতে হবে ।
8) ভোটাদের লাইন সামলাবে কেন্দ্রীয় বাহিনী । বুথের থেকে কিছুটা দূরত্বে যেন লাইন করা হয় ।
9) পোলিং স্টেশনে কেউ কোনও রকম দুর্নীতিগ্রস্ত কাজ করছে কি না, সেই বিষয়ে সদা তৎপর থাকতে হবে । আর যদি তেমন কিছু নজরে আসে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ডিইও আরও সেক্টর অফিসার এবং উপস্থিতি অবজারভারকে বিষয়টি জানাতে হবে ।
10) পোলিং কর্মীদের সঙ্গে পোলিং স্টেশনে প্রবেশ করা বা বাইরে যাওয়ার সময় এবং পোলিং স্টেশনে ইভিএম আনা বা নিয়ে যাওয়ার সময় বাড়তি সতর্কতা গ্রহণ করতে হবে ।
11) কোথাও আইন শৃঙ্খলা ভঙ্গের ঘটনা বা কোনও অসাধু ঘটনা নজরে এলে অবিলম্বে প্রিসাইডিং অফিসার বা সেক্টর অফিসারকে জানাতে হবে ।