পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদ্ধার 967 শিশু ! ‘নানহে ফারিস্তে’ অভিযানে বিশেষ সাফল্য পূর্ব রেলের - NANHE FARISTEY

2024 সালের জানুয়ারি মাস থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত পূর্ব রেলের বিভিন্ন স্টেশন চত্বর থেকে উদ্ধার হওয়া শিশুদের সংখ্যা 967 ।

Operation Nanhe Faristey
‘নানহে ফারিস্তে’ অভিযানে বিশেষ সাফল্য পূর্ব রেলের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2025, 8:32 AM IST

কলকাতা, 2 জানুয়ারি: 2024 সালে ‘নানহে ফরিস্তে’ অভিযান চালিয়ে 967 জন শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) । পূর্ব রেলের বিভিন্ন স্টেশন চত্বর থেকে এই শিশুদের উদ্ধার করা হয়েছে ৷ বুধবার এই তথ্য প্রকাশ করেছে রেল বোর্ড ।

রেল বোর্ডের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, আরপিএফ 2024 সালের জানুয়ারি মাস থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত ‘নানহে ফারিস্তে’ অভিযান চালিয়ে পূর্ব রেলের বিভিন্ন স্টেশন চত্বর থেকে 967 জন শিশুকে উদ্ধার করেছে । উল্লেখ্য ‘নানহে ফারিস্তে’ অভিযান ভারতীয় রেলের বিভিন্ন জোনে শিশুদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করে । উদ্ধার করা শিশুদের বিভিন্ন জেলার শিশুকল্যাণ কমিটির কাছে তুলে দেওয়া হয় । তারপর সেখান থেকে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় । না হলে তাদের হোমে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷

‘নানহে ফারিস্তে’ অভিযানে উদ্ধার 967টি শিশু ! (ইটিভি ভারত)

এই অভিযানে পথশিশু থেকে শুরু করে মানসিক ভারসাম্যহীন কিংবা বিশেষভাবে সক্ষম শিশু, অপহৃত কিংবা পাচার হয়ে যাওয়া এবং নিখোঁজ হওয়া শিশুদের উদ্ধার করা হয় । গত বছর মোট উদ্ধার হওয়া শিশুদের মধ্যে 642 জন বালক এবং 325 জন বালিকা রয়েছে । প্রসঙ্গত, হাওড়া ডিভিশন থেকে 329 বালককে এবং 140 জন বালিকাকে উদ্ধার করা হয়েছে । শিয়ালদা ডিভিশন থেকে উদ্ধার করা হয়েছে 53 জন বালক এবং 44 জন বালিকাকে । আসানসোল ডিভিশন থেকে উদ্ধার হয়েছে 117 জন বালক এবং 65 জন বালিকা । 143 জন বালক এবং 76 জন বালিকাকে উদ্ধার করা হয়েছে মালদা ডিভিশন থেকে ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details