হাওড়া, 22 ফেব্রুয়ারি: মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে ট্রেনে উপচে পড়ছে ভিড় ৷ এমনকি ট্রেনে ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে ৷ তাই এবার অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ট্রেন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ৷ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে মহাকুম্ভ মেলা উপলক্ষে এই ট্রেন নিয়ন্ত্রণের কথা জানিয়েছে ৷ পাশাপাশি বেশ কিছু ট্রেন বাতিল ও দূরপাল্লার ট্রেনের যাত্রার সময় সূচিতে পরিবর্তন করা হয়েছে ৷
বাতিল ট্রেনের তালিকা:
- 12312 কালকা–হাওড়া নেতাজি এক্সপ্রেস ৷ 22 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে ৷
- 12311 হাওড়া–কালকা নেতাজি এক্সপ্রেস ৷ 22 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে ৷
- 12367 ভাগলপুর–আনন্দ বিহার এক্সপ্রেস ৷ 22 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে ৷
- 12368 আনন্দ বিহার–ভাগলপুর এক্সপ্রেস ৷ 22 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে ৷
- 22308 বিকানের–হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ৷ 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি ও 26 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ৷
- 12308 যোধপুর–হাওড়া এক্সপ্রেস ৷ 24 ফেব্রুয়ারি ও 25 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ৷
- 12307 হাওড়া–যোধপুর এক্সপ্রেস ৷ 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি ও 26 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ৷
- 22307 হাওড়া–বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস ৷ 24 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ৷
- 12176 গ্বালিয়র–হাওড়া চম্বল এক্সপ্রেস ৷ 22 ফেব্রুয়ারি ও 25 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ৷
- 12175 হাওড়া–গ্বালিয়র চম্বল এক্সপ্রেস ৷ 23 ফেব্রুয়ারি ও 26 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ৷
- 22911 ইন্দোর–হাওড়া শিপ্রা এক্সপ্রেস ৷ 22 ফেব্রুয়ারি ও 25 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ৷
- 22912 হাওড়া–ইন্দোর শিপ্রা এক্সপ্রেস ৷ 22 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি ও 27 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ৷
- 12178 মথুরা–হাওড়া এক্সপ্রেস ৷ 24 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ৷
- 12348 গড্ডা – নয়াদিল্লি এক্সপ্রেস ৷ 24 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ৷