পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের যাত্রী দুর্ভোগ ! শতাধিক ট্রেন বাতিলের ঘোষণা পূর্বরেলের - TRAIN CANCELLED

চারদিন ট্রেন বাতিল ৷ তাতেই সমস্যায় পড়তে চলেছে যাত্রীরা ৷ পূর্বরেলের ঘোষণা অনুযায়ী বহু এক্সপ্রেস ও লোকাল ট্রেন বাতিল হচ্ছে ৷

Train Cancelleation in Eastern Railway
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 6:39 PM IST

হাওড়া, 6 নভেম্বর: ফের ট্রেন বাতিলের ঘোষণা পূর্বরেলের ৷ মসাগ্রাম এবং শক্তিগড়ের কাছে কয়েকটি স্টেশনে নন-ইন্টারলকিং (এনআই) কাজের কারণে 14 থেকে 17 নভেম্বর পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হবে ৷ পূর্বরেল ঘোষণা করেছে, এই কাজের জেরে চারদিন অসংখ্য ট্রেন বাতিল হতে চলেছে । বেশকিছু ট্রেন ঘুরপথে চালানো হবে ।

মঙ্গলবার কাজের পরিধির রূপরেখা দিয়ে একটি বিবৃতি জারি করে পূর্বরেল জানিয়েছে, সরাসরি হাওড়া-বর্ধমান কর্ড বিভাগকে দক্ষিণ-পূর্ব রেলের রুটের সঙ্গে সংযুক্ত করবে । এছাড়াও বাঁকুড়া এবং বিষ্ণুপুরের সঙ্গে মসাগ্রাম-মুস্তাফাচক-গোপীনাথপুর-ইন্দাস-বেলিয়াতোড় রুটের সঙ্গে সরাসরি সংযোগ চালু করা হবে । যার ফলে পূর্বরেলের সংযোগ আরও বাড়াবে । সিগন্যাল উন্নতিকরণের সঙ্গে মসাগ্রাম এবং শক্তিগড়ের মধ্যে আপ-ডাউন, রিভার্সিবল লাইনের কাজ এবং একটি নতুন স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম ইনস্টল করা হবে । এই প্রকল্পটির মাধ্যমে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হচ্ছে । এই রুটে আরও ট্রেন চালানোর অনুমতি, পর্যটনের জন্য নতুন পথ, পণ্য চলাচলের সুবিধা এবং এই অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পূর্বরেল ।

আপ লাইনে বাতিল হওয়া এক্সপ্রেস ট্রেনের তালিকা :

12337 হাওড়া-শান্তিনিকেতন এক্সপ্রেস
13027 হাওড়া-কবিগুরু এক্সপ্রেস
12347 হাওড়া-রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস
13187 শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস
22231 হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস
12383 শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস
13179 শিয়ালদা-সিউড়ি মেমু এক্সপ্রেস
13017 হাওড়া-গণদেবতা এক্সপ্রেস

  • ডাউন লাইনে বাতিল হওয়া এক্সপ্রেস ট্রেনের তালিকা :

12338 বোলপুর শান্তিনিকেতন-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস
13028 আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস
12348 রামপুরহাট-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস
13188 রামপুরহাট-শিয়ালদা এক্সপ্রেস
22322 সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস
12384 আসানসোল-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস
13180 সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেস
13018 আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস

  • পথ বদল হওয়া আপ ট্রেনের তালিকা

12041 হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেস ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ হয়ে চলবে ।
ট্রেনটি ব্যান্ডেল-নবদ্বীপ ধাম-কাটোয়া-আজিমগঞ্জ ও জঙ্গিপুর রোডে দাঁড়াবে ।

12345 হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ হয়ে চলবে । ট্রেনটি ব্যান্ডেল-নবদ্বীপ ধাম-কাটোয়া-আজিমগঞ্জ ও জঙ্গিপুর রোড দাঁড়াবে ।

12377 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ হয়ে চলবে । ট্রেনটি ব্যান্ডেল-নবদ্বীপ ধাম-কাটোয়া-আজিমগঞ্জ-জঙ্গিপুর রোড দাঁড়াবে ।

22307 হাওড়া-বিকানের এক্সপ্রেস হাওড়া-ব্যান্ডেল-শক্তিগড় হয়ে চলবে ।
12307 হাওড়া-যোধপুর এক্সপ্রেস হাওড়া-ব্যান্ডেল-শক্তিগড় হয়ে চলবে ।
12321 হাওড়া-মুম্বই মেল ব্যান্ডেল-শক্তিগড় হয়ে চলবে ।
11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস হাওড়া-ব্যান্ডেল-শক্তিগড় হয়ে চলবে ।
12331 হাওড়া জাট হিমগিরি এক্সপ্রেস ব্যান্ডেল-শক্তিগড় হয়ে চলবে ।

  • পথ বদল হওয়া ডাউন ট্রেনের তালিকা :

12042 এনজেপি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস আজিমগঞ্জ-কাটোয়া-ব্যান্ডেল হয়ে চলবে । ট্রেনটি ব্যান্ডেল-নবদ্বীপ ধাম-কাটোয়া-আজিমগঞ্জ-জঙ্গিপুর রোড দাঁড়াবে ।

12346 গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস আজিমগঞ্জ-কাটোয়া-ব্যান্ডেল হয়ে চলবে । ট্রেনটি ব্যান্ডেল-নবদ্বীপ ধাম-কাটোয়া-আজিমগঞ্জ-জঙ্গিপুর রোড দাঁড়াবে ।

12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস আজিমগঞ্জ-কাটোয়া-ব্যান্ডেল হয়ে চলবে । ট্রেনটি ব্যান্ডেল-নবদ্বীপ ধাম-কাটোয়া-আজিমগঞ্জ-জঙ্গিপুর রোড দাঁড়াবে ।

12322 মুম্বই-হাওড়া মেল বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে চলবে ।
22308 বিকানের-হাওড়া এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে চলবে ।
12308 যোধপুর-হাওড়া এক্সপ্রেস বর্ধমান-হাওড়া হয়ে চলবে ।
11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে চলবে ।
11332 হাওড়া-হিমগিরি এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে চলবে ।

  • মেন লাইনে বাতিল হওয়া লোকাল আপ ট্রেনের তালিকা :

36811, 36815, 36821, 36825, 36828, 36833, 36835, 36839, 36847, 36851, 36855, 37811, 37815, 37819, 37823, 37827, 37829, 37835, 37841, 37845, 37849, 37853, 37781, 37783, 37785

  • কর্ড লাইনে বাতিল হওয়া লোকাল ডাউন ট্রেনের তালিকা :

36812, 36816, 36820, 36826, 36834, 36838, 36842, 36846, 36848, 36852, 36854, 36858, 37812, 37814, 37818, 37822, 37832, 37836, 37840, 37844, 37850, 37852, 37782, 37784, 37786, 31152

  • 16 সেপ্টেম্বর শনিবার কর্ড লাইনে বাতিল হওয়া আপ ট্রেনের তালিকা :

36811, 36815, 36821, 36825, 36829, 36833, 36839, 36843, 36847, 36851, 36855, 36081, 36083, 36085, 36087, 37811, 37815, 37819, 37823, 37827, 37829, 37833, 37837, 37841, 37845, 37849, 37851, 37853, 37855, 37781, 37783, 37785, 31151

  • 16 সেপ্টেম্বর শনিবার কর্ড লাইনে বাতিল হওয়া ডাউন ট্রেনের তালিকা :

38812, 36816, 38820, 36822, 36826, 38830, 36834, 36838, 36842, 38848, 36852, 36854, 36858, 36082, 36084, 36086, 36088, 37812, 37814, 37818, 37820, 37822, 37828, 37832, 37836, 37840, 37846, 37850, 37852, 37782, 37784, 37786, 31152

  • 17 সেপ্টেম্বর রবিবার কর্ড লাইনে বাতিল হওয়া লোকাল আপ ট্রেনের তালিকা :

36811, 36815, 36821, 35825, 36829, 36833, 36835, 36839, 36843, 36847, 36851, 36855, 36085, 38087, 37811, 37815, 37719, 37823, 37827, 37829, 37835, 37837, 37841, 37849, 37851, 37853, 37855, 37249, 37781, 37783, 37785, 31151

এই কাজের জন্য 14 থেকে 17 নভেম্বর শান্তিনিকেতন এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস, শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, শিয়ালদা-সিউড়ি মেমু এক্সপ্রেস-সহ 16টি এক্সপ্রেস বাতিল করা হবে । অতিরিক্তভাবে, হাওড়া-যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-মুম্বই মেল, পদাতিক এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস এবং হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেসের মতো 16টি ট্রেন অন্য রুটে চালানো হবে ।

উপরন্তু আপ এবং ডাউন উভয় লাইনে মোট 181টি লোকাল ট্রেন চারদিনে বাতিল করা হয়েছে । 14 এবং 15 নভেম্বর, হাওড়া এবং বর্ধমানের মধ্যে মেন ও কর্ড লাইনের মাধ্যমে শিয়ালদা-বর্ধমান ও ব্যান্ডেল-বর্ধমানের মধ্যে 52টি লোকাল ট্রেন বাতিল করা হবে । বাতিল হওয়া ট্রেনের সংখ্যা 16 নভেম্বর 66 এবং 17 নভেম্বর 63টি বেড়ে যাবে । পূর্বরেলের পক্ষ থেকে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details