হাওড়া, 6 নভেম্বর: জগদ্ধাত্রী পুজো দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমান চন্দননগরে ৷ পুজোর ক'টা দিন বিপুল সংখ্যক মানুষের ভরসা লোকাল ট্রেন ৷ লক্ষাধিক মানুষ ঠাকুর দেখতে বেরোন ট্রেনে ৷ ফেরেনও ট্রেনে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে চড়ে লক্ষাধিক মানুষ চন্দননগর আসেন জগদ্ধাত্রী পুজো দেখতে ৷ স্বাভাবিকভাবেই এই সময় লোকাল ট্রেনগুলিতে থিকথিকে ভিড় হয় ৷ সেই অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই পূর্বরেল পাঁচ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ।
আপ-ডাউন মিলিয়ে দশটি স্পেশাল লোকাল ট্রেন 8 নভেম্বর শুক্রবার থেকে 12 নভেম্বর মঙ্গলবার পর্যন্ত হাওড়া-বর্ধমান রুটে চলবে । ট্রেনগুলি যাত্রাপথে সব ক'টি স্টেশনে দাঁড়াবে ৷ হাওড়া-ব্যান্ডেল আপ লাইনে হাওড়া থেকে ট্রেন ছাড়বে বিকেল 5টা 20 মিনিট, সন্ধ্যা 7টা 55 মিনিট, রাত 8টা 35 মিনিট ও রাত 12টা 30 মিনিটে ৷ একইভাবে ডাউন লাইনে ব্যান্ডেল-হাওড়া স্পেশাল লোকাল ছাড়বে সন্ধ্যা 6টা 35 মিনিট, রাত্রি 11টা 20 মিনিট, রাত 11টা 55 মিনিট, রাত 1টা ও রাত 2টোয় ।