পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার উঠোনে যদি নাচবেই তাহলে আরজি করের তদন্তের দায়িত্ব কেন নিল সিবিআই, প্রশ্ন মীনাক্ষীর - MINAKSHI MUKHERJEE

আরজি কর-কাণ্ডের তদন্তে সিবিআইয়ের ভূমিকা ও রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলার বিরুদ্ধে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অভিযান কর্মসূচি পালন করল ডিওয়াইএফআই ৷

DYFI state secretary Minakshi Mukherjee
আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মীনাক্ষী মুখোপাধ্যায় (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2024, 5:29 PM IST

শিলিগুড়ি, 16 ডিসেম্বর: আরজি কর-কাণ্ডের তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ সিবিআইয়ের সঙ্গে একযোগে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকেও ৷

শিলিগুড়িতে দাঁড়িয়ে তিনি বললেন, "এখন পর্যন্ত কোন ঘটনার তদন্ত করে সিবিআই শাস্তি পাইয়েছে বলতে পারবে কেউ? একটা কেউ বলুক যে সিবিআই নিরপেক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোনে যদি সিবিআইকে নাচ করতে হতোই, তাহলে কোন প্রয়োজনে তারা আরজি কর মামলাটি তদন্তের দায়ভার নিল । এর কী প্রয়োজন ছিল !"

ডিওয়াইএফআই পুলিশ কমিশনারেট অভিযান (ইটিভি ভারত)

আরজি কর-কাণ্ডের তদন্তে সিবিআইয়ের ভূমিকা ও রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলার বিরুদ্ধে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অভিযান কর্মসূচি পালন করল ডিওয়াইএফআই ৷ সোমবার দার্জিলিং জেলা ডিওয়াইএফআই কমিটির তরফে ওই কর্মসূচি হয় । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ আরও কর্মী-সমর্থকরা ।

এদিন শিলিগুড়ির মহাত্মা গান্ধি চক থেকে একটি মিছিল করে মাল্লাগুড়ির পুলিশ কমিশনারেটে পৌঁছয় ডিওয়াইএফআই ৷ এরপর কর্মী সমর্থকরা পুলিশ কমিশনারকে একটি স্মারকলিপিও জমা দেন । আর তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা-সহ আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন তোলেন মীনাক্ষি মুখোপাধ্যায় ।

শিলিগুড়িতে ডিওয়াইএফআই মিছিল (নিজস্ব ছবি)

এ দিন তিনি বলেন, "পুলিশ ও প্রশাসন যখন অপদার্থ হয়, আর দেশ ও রাজ্যের সরকার যখন অপরাধকে পীঠ চাপড়ে প্রশ্রয় দেয়, তখন আইনশৃঙ্খলার পরিস্থিতি এই ধরনের হয় । আর তাই হচ্ছে ।"

শিলিগুড়িতে ডিওয়াইএফআই মিছিল (নিজস্ব ছবি)

জয়েন্ট ডক্টরস ফোরামের ফের আন্দোলনের সমর্থনের কথা জানান মীনাক্ষি মুখোপাধ্যায় ৷ সে বিষয়ে তিনি বলেন, "আরজি করের ঘটনায় প্রথম থেকে বামেরা ছিল । আগেও থাকবে । মানে রাজ্যের সরকার একটার পর একটা দুর্নীতি করে যাবে আর মানুষকে সবকিছু ছেড়ে দিয়ে রাস্তায় বসে থাকতে হবে ? আমাদের করের টাকায় চলা সরকার আমার উপর বুলডোজার চালাবে, আমাকে সেই বুলডোজার রোখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে ৷ তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যত এটাই হবে তো ?"

শিলিগুড়িতে ডিওয়াইএফআই মিছিল (নিজস্ব ছবি)

ABOUT THE AUTHOR

...view details