হাওড়া, 19 জানুয়ারি: শিয়ালদা নয়, এবার হাওড়া থেকেই ছাড়বে দুরন্ত এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন ৷ বালিঘাট ও বালিহল্ট স্টেশনের মধ্যে রেল ব্রিজের নীচের রাস্তা নির্মাণ এবং পাশাপাশি শিয়ালদা ডিভিশনে আরসিসি বক্স স্থাপনের কাজের কারণে দুরন্ত-সহ একাধিক দূরপাল্লার ট্রেনকে শিয়ালদার পরিবর্তে হাওড়া স্টেশন থেকে চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল ।
এই বিষয়ে পূর্ব রেল একটি নির্দেশিকা জারি করেছে ৷ সেই নির্দেশিকাতে জানানো হয়েছে, 13147/13148 শিয়ালদা–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং 22201/22202 শিয়ালদা–পুরী দুরন্ত এক্সপ্রেস এখন থেকে শিয়ালদা স্টেশনের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং হাওড়া স্টেশনে শেষ হবে ।
- 13148 বামনহাট–শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস 22 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত বামনহাট থেকে ছেড়ে হাওড়া স্টেশনে শেষ হবে ।
- 13147 শিয়ালদা–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত হাওড়া স্টেশন থেকে রাত 8টা 10 মিনিটে যাত্রা শুরু করবে ।
- 22202 পুরী–শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস 23 জানুয়ারি এবং 25 জানুয়ারি তারিখে পুরী থেকে ছেড়ে হাওড়া স্টেশনে শেষ হবে ।
- 22201 শিয়ালদা–পুরী দুরন্ত এক্সপ্রেস 24 জানুয়ারি এবং 27 জানুয়ারি হাওড়া স্টেশন থেকে রাত 8 টায় যাত্রা শুরু করবে ।