পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিয়ালদা নয়, হাওড়া থেকেই ছাড়বে দুরন্ত-সহ একাধিক দূরপাল্লার ট্রেন; কবে থেকে ? - DURONTO EXPRESS

রেলের কাজের জন্য শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে দুরন্ত এক্সপ্রেস ৷ একইভাবে উত্তরবঙ্গ এক্সপ্রেসও ছাড়বে এবং যাত্রা শেষ করবে হাওড়ায় এসে ৷

duronto express
হাওড়া থেকে ছাড়বে পুরী–শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ট্রেন (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 4:53 PM IST

হাওড়া, 19 জানুয়ারি: শিয়ালদা নয়, এবার হাওড়া থেকেই ছাড়বে দুরন্ত এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন ৷ বালিঘাট ও বালিহল্ট স্টেশনের মধ্যে রেল ব্রিজের নীচের রাস্তা নির্মাণ এবং পাশাপাশি শিয়ালদা ডিভিশনে আরসিসি বক্স স্থাপনের কাজের কারণে দুরন্ত-সহ একাধিক দূরপাল্লার ট্রেনকে শিয়ালদার পরিবর্তে হাওড়া স্টেশন থেকে চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল ।

এই বিষয়ে পূর্ব রেল একটি নির্দেশিকা জারি করেছে ৷ সেই নির্দেশিকাতে জানানো হয়েছে, 13147/13148 শিয়ালদা–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং 22201/22202 শিয়ালদা–পুরী দুরন্ত এক্সপ্রেস এখন থেকে শিয়ালদা স্টেশনের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং হাওড়া স্টেশনে শেষ হবে ।

  • 13148 বামনহাট–শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস 22 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত বামনহাট থেকে ছেড়ে হাওড়া স্টেশনে শেষ হবে ।
  • 13147 শিয়ালদা–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত হাওড়া স্টেশন থেকে রাত 8টা 10 মিনিটে যাত্রা শুরু করবে ।
  • 22202 পুরী–শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস 23 জানুয়ারি এবং 25 জানুয়ারি তারিখে পুরী থেকে ছেড়ে হাওড়া স্টেশনে শেষ হবে ।
  • 22201 শিয়ালদা–পুরী দুরন্ত এক্সপ্রেস 24 জানুয়ারি এবং 27 জানুয়ারি হাওড়া স্টেশন থেকে রাত 8 টায় যাত্রা শুরু করবে ।

উল্লেখ্য, দমদম-ডানকুনি, বালিঘাট-বালি হল্ট স্টেশনে ওভার ব্রিজের পুরনো স্টিল গার্ডার প্রতিস্থাপনের জন্য 100 ঘণ্টার মেগা পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল । কর্তৃপক্ষ জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ রেল ব্রিজটি প্রায় 95 বছর আগে ব্রিটিশ শাসনের সময় নির্মিত হয়েছিল । ব্রিজ নম্বর 15/সিসিআর-এ অবস্থিত স্টিল গার্ডারটি বয়সজনিত কারণে অত্যন্ত ক্ষয়প্রাপ্ত হয়েছে । এই রেল ওভার ব্রিজটি অবিলম্বে প্রতিস্থাপন করা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে নিরাপত্তা এবং লাইন ক্ষমতা বৃদ্ধি করা যায় । নতুন আরসিসি বক্সের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন হলে এই বিভাগে ট্রেনের গতি বৃদ্ধি পাবে এবং রক্ষণাবেক্ষণের সুবিধাও বৃদ্ধি পাবে ।

পুরনো স্টিল গার্ডার অপসারণের পরে ট্র্যাকটি প্রতিস্থাপন করা হবে । পাশাপাশি, এই বৃহত্তর পরিকাঠামোগত কাজের সময় দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কিছু ইঞ্জিনিয়ারিং কাজও সম্পন্ন করা হবে । এই কারণে দমদম - ডানকুনি বিভাগে 23 জানুয়ারি রাত 12টা থেকে 27 জানুয়ারি ভোর 4টা পর্যন্ত 100 ঘণ্টার বিশাল ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে । এই সময়ে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত থাকবে । এর জেরে বাতিল হবে শিয়ালদা ও ডানকুনির মধ্যে 22 জোড়া লোকাল ট্রেন ৷

ABOUT THE AUTHOR

...view details