জলপাইগুড়ি, 25 জানুয়ারি: রাহুল গান্ধির কর্মসূচিতে কাটছাঁট। আগামী 28 জানুয়ারি রবিবার রাজ্য পুলিশের পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কংগ্রেস নেতাকে জলপাইগুড়ি শহরে না-ঢুকতে অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে। ফলে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুরের খাবার জলপাইগুড়িতে খাওয়া হবে না কংগ্রেসের এই প্রাক্তন সভাপতির। তাই শহরের বাইরে তাঁকে দুপুরের খাওয়া সারতে হবে। এমনটাই জানানো হয়েছে কংগ্রেস সূত্রে ৷
25 তারিখ অসম থেকে কোচবিহার হয়ে ফালাকাটায় আসবেন। এদিন ফালাকাটা টাউন ক্লাবের মাঠেই রাতে থাকবেন। আগামী 26 ও 27 জানুয়ারি তাঁর কোনও ঘোষিত কর্মসূচি নেই। তবে 28 জানুয়ারি রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে সড়ক পথে জলপাইগুড়ি জেলা সফরে আসবেন কংগ্রেস নেতা ৷ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুয়ায়ী, 'ভারত জোড়া যাত্রা'র অঙ্গ হিসেবে আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে ধুপগুড়ি হয়ে 31 নং জাতীয় সড়ক ধরে ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়ি আসবেন । শহরের পূর্ত দফতরের সামনে থেকে ডিবিসি রোড ধরে কদমতলা পর্যন্ত পদযাত্রা করবেন। ধুপগুড়ি, ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়ি শহরের ঢুকে শিলিগুড়ি চলে যাবেন রাজীব-তনয়।
রবিবার দুপুরে জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠে তাঁকে খাওয়ানোর পরিকল্পনা করেছিল দল। তা বাতিল হয়েছে ৷ দুপুরের খাওয়া সারতে সারতে জনসংযোগ সারতেন রাহুল। সেই পরিকল্পনাও বাতিল করতে হচ্ছে দলকে। পুলিশের পরীক্ষা থাকায় রাহুলের সফরসূচির সময় পিছিয়ে দেওয়ারও আবেদন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ সূত্রের খবর, জলপাইগুড়ি ও ময়নাগুড়ির মাঝে কোথাও দুপুরের খাওয়া সারবেন তিনি ৷ জাতীয় সড়কের পাশে বালাপাড়ায় একটি ধাবায় তাঁর দুপুরের আহারের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর কংগ্রেস সূত্রে ৷ ইতিমধ্যেই রাহুল গান্ধির সফর ঘিরে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকও হয়েছে কংগ্রেসের । এই সফরকে কেন্দ্র করে কংগ্রেস নেতারা জলপাইগুড়িতে আসছেন ।
এই প্রঙ্গেই, কংগ্রেস কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর বলেন, "পরীক্ষা থাকার কারণে নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন করতে হচ্ছে । পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে 28 জানুয়ারি রবিবার দুপুরে পুলিশের চাকরির পরীক্ষা রয়েছে। ফলে শহরের এবিপিসি মাঠে রাহুল গান্ধির দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। সেটা সেখানে করা হবে না। উনি কদমতলায় আসবেন সেখানে জনগণের সঙ্গে কথা বলবেন ।
আরও পড়ুন:
- 'আমার সঙ্গে মমতাজির ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো', 'ইন্ডিয়া' জোট নিয়ে রাহুল
- 'ব্যারিকেড ভেঙেছি, আইন নয়', রাহুলের এই মন্তব্যের পরই অভিযোগ দায়ের
- আজ মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু রাহুলের