পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার দুয়ারে লাইসেন্স! মেগা মেলার আয়োজন জেলা পুলিশের - DRIVING LICENCE MEGA MELA - DRIVING LICENCE MEGA MELA

Duare Driving Licence: ভোটের আগে সরকারি প্রকল্প যাতে সর্বসাধারণ মানুষ অতি সহজে পেতে পারে তার জন্য শুরু হয়েছিল দুয়ারে সরকার প্রকল্প। এতে উপকৃত হয়েছিল হাজার হাজার মানুষ। এবার গাড়ি দুর্ঘটনা কমাতে, সেই সঙ্গে সচেতনতা বৃদ্ধি করতে 'দুয়ারে লাইসেন্স' একটি মেগা মেলার আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৷

Car Mega Licence Mela
মেগা মেলার আয়োজন জেলা পুলিশের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 1:57 PM IST

মেদিনীপুর, 11 অগস্ট: দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার দুয়ারে লাইসেন্স ৷ জেলায় প্রথম মেগা বাইক লাইসেন্স এবং লার্নার মেলা। একইসঙ্গে একই ছাদের তলায় দ্রুত লাইসেন্স প্রদানের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই মেলার আয়োজন করল জেলা পুলিশ। যদিও এই মেগা মেলায় এসে পরিকাঠামো নিয়ে ক্ষোভপ্রকাশ যুবক, যুবতী-সহ বাইক চালকদের। অন্যদিকে, পুলিশ সুপার ধৃতিমান সরকার বললেন, "ঝামেলামুক্ত চটজলদি লাইসেন্স প্রদানের উদ্দেশ্যেই এই মেগা মেলার আয়োজন জেলাতে।"

মেগা মেলার আয়োজন জেলা পুলিশের (ইটিভি ভারত)

গত 8 তারিখ থেকে এই মেগা মেলা শুরু হয়েছে ৷ জেলা পুলিশ লাইনে এই মেলা চলবে 14 অগস্ট পর্যন্ত। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের হাত ধরে উদ্বোধন হয় এই মেলার। কয়েক হাজার যুবক, যুবতী ভিড় জমায় এই পুলিশ লাইনের মাঠে। বাইকের লাইসেন্সের পাশাপাশি অনেকেই চারচাকা লাইসেন্সের জন্যও আসেন। যদিও অনলাইনে আবেদনের মাধ্যমে প্রথম পর্যায়ের লার্নার প্রদান করবে এই জেলা পুলিশ। পরবর্তীকালে সেই লার্নার থেকে লাইসেন্স পাবেন প্রাপকরা।

মূলত এই বাইক লার্নারের জন্য অতি স্বল্প মূল্য ধার্য করা হয়েছে, যার মূল্য রাখা হয়েছে 240 টাকা। অন্যদিকে, চার চাকার গাড়ির লার্নারের জন্য মূল্য ধরা হয়েছে 240 টাকা। এরইসঙ্গে যদি কেউ একসঙ্গে দুই চাকা ও চার চাকার লাইসেন্স করে তার মূল্য ধার্য করা হয়েছে 360 টাকা। যুবক, যুবতীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর জন্য পরে ক্ষোভ দেখান। এত মানুষের পরিকাঠামো ছিল না পুলিশ লাইনে। কম্পিউটারের ডাটা এন্ট্রি অপারেটর ছিল অতি স্বল্প সংখ্যক ৷ যার ফলে কিছুটা ক্ষুব্ধ হন তাঁরা ৷

এনিয়ে পুলিশ সুপার ধৃতিমান সরকার সংবাদমাধ্যমে বলেন, "মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশমতো এবং অনুপ্রেরণায় এধরনের মেগা মেলার আয়োজন প্রথম করল পশ্চিম মেদিনীপুর জেলা। 14 তারিখ পর্যন্ত চলবে এই মেলা ৷ বিনা লাইসেন্সে যাতে বাইক আর না-চালানো হয় তাই এমন উদ্যোগ ৷ আমরা প্রায় দশ হাজার মতো লার্নার দেব সাত দিনের মেলায়।"

ABOUT THE AUTHOR

...view details