মেদিনীপুর, 11 অগস্ট: দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার দুয়ারে লাইসেন্স ৷ জেলায় প্রথম মেগা বাইক লাইসেন্স এবং লার্নার মেলা। একইসঙ্গে একই ছাদের তলায় দ্রুত লাইসেন্স প্রদানের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই মেলার আয়োজন করল জেলা পুলিশ। যদিও এই মেগা মেলায় এসে পরিকাঠামো নিয়ে ক্ষোভপ্রকাশ যুবক, যুবতী-সহ বাইক চালকদের। অন্যদিকে, পুলিশ সুপার ধৃতিমান সরকার বললেন, "ঝামেলামুক্ত চটজলদি লাইসেন্স প্রদানের উদ্দেশ্যেই এই মেগা মেলার আয়োজন জেলাতে।"
গত 8 তারিখ থেকে এই মেগা মেলা শুরু হয়েছে ৷ জেলা পুলিশ লাইনে এই মেলা চলবে 14 অগস্ট পর্যন্ত। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের হাত ধরে উদ্বোধন হয় এই মেলার। কয়েক হাজার যুবক, যুবতী ভিড় জমায় এই পুলিশ লাইনের মাঠে। বাইকের লাইসেন্সের পাশাপাশি অনেকেই চারচাকা লাইসেন্সের জন্যও আসেন। যদিও অনলাইনে আবেদনের মাধ্যমে প্রথম পর্যায়ের লার্নার প্রদান করবে এই জেলা পুলিশ। পরবর্তীকালে সেই লার্নার থেকে লাইসেন্স পাবেন প্রাপকরা।