কলকাতা, 1 জানুয়ারি: বছরের শুরুতে শপথ বাক্য পাঠ করলেন চিকিৎসকরা। আরজি করে নির্যাতিতার ন্যায়বিচারের দাবিকে সামনে রেখেই এই শপথ বাক্য পাঠ করলেন সিনিয়র চিকিৎসক সংগঠনের সদস্যরা। মেডিক্য়াল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটির ডাকে বছরের শুরুর দিন আরজিকর হাসপাতালে এই 'শপথ কর্মসূচি' নেওয়া হয়েছিল। যোগ দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরাও।
সকলের উপস্থিতিতে আরজিকর হাসপাতালে নির্যাতিতার আবক্ষমূর্তির সামনে শপথ বাক্য পাঠ করলেন চিকিৎসকরা। এদিন দু'পাতার একটি শপথ বাক্য পাঠ করেন আরজি কর হাসপাতালে নার্স সুচিস্মিতা মজুমদার। তাঁর সঙ্গে গলা মিলিয়ে শেষ দু'লাইন বলে ন্যায় বিচারের জন্য আন্দোলনের শপথ নেন উপস্থিত হওয়া চিকিৎসক-নার্স থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে।
কর্মসূচি প্রসঙ্গে মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক চিকিৎসক বিপ্লব চন্দ্র বলেন, "এই শপথ গ্রহণের মানে নিজের কাছেও অঙ্গীকারবদ্ধ হওয়া, যাতে আমরা ন্যায়বিচার পাওয়া পর্যন্ত আন্দোলনেই থাকি। এর পাশাপাশি 2025 সালে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেটা নিশ্চিত করাও আমাদের অঙ্গীকার ।"এদিন শপথ গ্রহণ কর্মসূচির পর আরজি কর হাসপাতাল ক্যাম্পাসে এটি মোমবাতি মিছিল করা হয়।