পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সহানুভূতিশীল হোক সরকার, জলপাইগুড়ি মেডিক্যালে অনশনে চিকিৎসক-নাগরিকরা - DOCTORS ON HUNGER STRIKE

ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সমর্থন জানাতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে প্রতীকী অনশনে বসলেন চিকিৎসকরা ৷ তাঁদের সঙ্গে যোগ দিয়েছে নাগরিক সমাজও ৷

ETV BHARAT
জলপাইগুড়ি মেডিক্যালে অনশনে চিকিৎসক ও নাগরিকরা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 12:22 PM IST

Updated : Oct 9, 2024, 1:13 PM IST

জলপাইগুড়ি, 9 অক্টোবর: ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে জলপাইগুড়ি । জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা আজ প্রতীকী অনশনে বসলেন । অনশনে বসেছেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক সুদীপন মিত্র, রাহুল ভৌমিক, শিলাদিত্য ভাদুরী ও প্রদীপ কুণ্ডু ৷ পাশাপাশি ডাক্তারদের অনশনে যোগ দিয়েছেন জলপাইগুড়ির নাগরিক সংসদের সদস্যরা । নাগরিক সংসদের পক্ষে দেবপ্রিয়া সেন, সুকল্যাণ ভট্টাচার্য ও শুভঙ্কর সিনহা প্রতীকী অনশনে বসেছেন ।

জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে আউটডোরের সামনে প্রতীকী অনশন শুরু হয়েছে । আজ সকাল ন'টা থেকে শুরু হয়ে তা চলবে রাত ন'টা পর্যন্ত ৷

জলপাইগুড়ি মেডিক্যালে অনশনে চিকিৎসক-নাগরিকরা (নিজস্ব ভিডিয়ো)

অনশনরত চিকিৎসক সুদীপন মিত্র বলেন, "কলকাতায় আমাদের জুনিয়র ভাইরা অনশন করছেন । আমরা সিনিয়র হয়ে কী করে চুপ করে বসে থাকতে পারি । আমরাও আজ ষষ্ঠীর দিনে জলপাইগুড়িতে জুনিয়রদের দাবিদাওয়া নিয়ে অনশনে বসেছি । সরকারের চরম অসংবেদনশীল ব্যবহারের জন্য আমরা অনশনে বসেছি । জুনিয়রদের দাবি যুক্তিসঙ্গত ৷ সাধারণ মানুষও আমাদের অনশনে বসেছেন । কলকাতায় গণইস্তফা দিয়েছেন । আমরাও সেই বিষয়ে চিন্তাভাবনা করছি ।"

আর এক অনশনরত চিকিৎসক প্রদীপ কুণ্ডু জানান, "কলকাতায় যে ক'জন ডাক্তার অনশনে বসেছেন, তাঁদের পাশে দাঁড়াতেই আমাদের এই অনশন । আমরা চাই না ওঁদের ক্ষতি হোক । সরকার ওঁদের সঙ্গে কথা বলুক । ওঁরা ব্যক্তিগত কোনও স্বার্থসিদ্ধির জন্য আন্দোলন করছেন না, সাধারণ মানুষের দাবিগুলো নিয়ে অনশন করছেন । সরকারের উচিত ওঁদের সঙ্গে কথা বলা ।"

জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্য দেবপ্রিয়া সেন জানান, "আমারও বাড়িতে মেয়ে আছে । সেও বাইরে পড়ে । দুটো বিষয়ই শুধু মনে হচ্ছে ৷ একজনের বাড়িতে আজ তাঁদের সন্তান ফেরেনি ৷ আর কয়েকজন এই পুজোর দিনেও বাড়ি ফেরেনি, অভুক্ত রয়েছে ৷ এই দাবিগুলো সাধারণ মানুষেরও দাবি । 10 দফা দাবি যাতে মানা হয়, সেই কারণে আমিও অনশনে বসেছি ।"

Last Updated : Oct 9, 2024, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details