কলকাতা, 24 সেপ্টেম্বর: সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । গ্রেফতারের পরে মেডিক্যাল কাউন্সিলের তরফে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে তাঁর । কিন্তু, সেই রেজিস্ট্রেশন বাতিল নিয়মমাফিক হয়নি বলেই অভিযোগ সিনিয়র চিকিৎসকদের । তাই নিয়ে দু'দিন আগে মেডিক্যাল কাউন্সিলে এসেছিলেন সিনিয়র চিকিৎসকরা । মঙ্গলবার যার পুনরাবৃত্তি ঘটল ৷ এদিন
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে আসেন জয়েন্ট ডক্টর্স ফোরাম । তাঁদের মুখে শোনা যায় বিস্ফোরক অভিযোগ ।
ডক্টর্স ফোরাম থেকে ন'জন চিকিৎসক প্রতিনিধি কাউন্সিলের ভিতরে যান । ভিতরে উপস্থিত কাউন্সিলের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন তাঁরা । সেখান থেকেই বেরিয়ে তাঁরা জানান, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ম মেনে হয়নি, যা স্বীকার করে নিয়েছেন বর্তমান রেজিস্ট্রার । চিকিৎসক কৌশিক চাকী বলেন, "সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ম মেনে হয়নি । এটা উনি স্বীকার করেছেন ।"