পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির প্রস্তাব ফেরালেন চিকিৎসক কুণাল সরকার, অসন্তুষ্ট প্রাক্তন বিচারপতির যোগদানে - Kunal Sarkar refused BJP

Doctor Kunal Sarkar: কৌস্তুভ বাগচী, তাপস রায় ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর চতুর্থ নাম হতে পারত চিকিৎসক কুণাল সরকার ৷ তবে বিজেপির তরফে ফোন গেলেও তা ফেরালেন হৃদরোগ বিশেষজ্ঞ ৷ অসন্তুষ্ট হয়েছেন প্রাক্তন বিচারপতির গেরুয়া শিবিরে যোগদান নিয়েও ৷ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে প্রশ্ন খাড়া করলেন তিনি ৷

Doctor Kunal Sarkar
চিকিৎসক কুণাল সরকার

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 8:18 PM IST

কলকাতা, 7 মার্চ:আনুষ্ঠানিকভাবে আজই বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিতে বিজেপির ফোন গিয়েছিল রাজ্যের বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের কাছেও ৷ এমনটাই জানিয়েছেন খোদ চিকিৎসকই ৷ তবে বিজেপির এই অনুরোধে সাড়া দেননি তিনি ৷ রাজনীতিতে এখনই যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট করেছেন কুণাল সরকার ৷

বিশিষ্ট চিকিৎসক বলেন, "আমার কাছে বিজেপির ফোন এসেছিল । আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি বাধিত । কিন্তু আমি এখনই রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবছি না ।" কেন রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবচ্ছেন না, সেটাও স্পষ্ট করেন কুণাল । তাঁর কথায়, "আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ ৷ আমি এখন এই পরিচয় নিয়েই থাকতে চাই । চিকিৎসক হওয়ার সূত্রে আমার হাতে খুব একটা সময় থাকে না । যদিওবা সময় পেয়ে থাকি তাও রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবছি না । আনুগত্যতা আমার ঠিক আসে না । কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি অত্যন্ত হিংস্র এবং ক্ষমতার পিছনে ছোটা আকার হয়ে দাঁড়িয়েছে ।"

এই রাজনীতিতেই থাকতে চান না হৃদরোগ বিশেষজ্ঞ । তাঁর বক্তব্য, "আমার মতে সামাজিক এবং সামগ্রিক সমস্যাগুলি নিয়ে কথা বলা বেশি জরুরি । এর সঙ্গে চিকিৎসক হিসেবে আমার অভিজ্ঞতা মানুষের জন্য কাজে লাগাতে পারলেই খুশি ।"

লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে একের পর এক চমক আনছে বিজেপি । কৌস্তুভ বাগচী, তাপস রায় থেকে শুরু করে আজ বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সূত্রের খবর, সেই চমকের আরেক নাম হওয়ার সম্ভাবনা ছিল কুণাল সরকারের । যোগদান নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বদের কাছ থেকে ফোন যায় চিকিৎসকের কাছে । এমনকী প্রার্থী করার কথাও বলা হয় তাঁকে । কিন্তু তাতে রাজি হননি চিকিৎসক।

পাশপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গেরুয়া শিবিরে যোগ নিয়েও অসন্তুষ্ট কুণাল সরকার । এ বিষয়ে তিনি বলেন, "অভিজিৎবাবু ব্যক্তিগতভাবে যা ইচ্ছা করতে পারেন । কিন্তু পশ্চিমবঙ্গে এখন গঙ্গোপাধ্যায়দের নিয়ে একটা বিভ্রাট তৈরি হয়েছে । তাঁদের মতিগতি খুব একটা বোঝা যাচ্ছে না । কিন্তু বিচারপতিদের সমাজের সাধারণ মানুষের থেকে আলাদা করে 'মহামান্য' বলে আখ্যায়িত করা হয় । কারণ তাদের মূল্যবোধ এবং স্থান সাধারণ মানুষের থেকে কিছুটা আলাদা হয় । যে মানুষটা ইস্তফা দেওয়ার 48 ঘণ্টার মধ্যে বিজেপিতে যোগ দিলেন, সেখান থেকে বোঝা যাচ্ছে ওই মানুষটি রায় রাজনৈতিকভাবে অনুপ্রাণিত । তাহলে এই মহামান্যর কি মূল্য দেখা গেল ।"

আরও পড়ুন:

  1. বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে উৎখাতের হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
  2. পদ্মে যোগ তাপসের,'দুর্ভাগ্যজনক' বললেন কুণাল
  3. নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ 'রাজনৈতিক', খারিজের আবেদনে মামলা হাইকোর্টে

ABOUT THE AUTHOR

...view details