ডেবরা, 21 ফেব্রুয়ারি: রোগী সেজে এসে সস্ত্রীক ডাক্তারবাবুকে খুন করল দুষ্কৃতীরা । মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার 16 নং জাতীয় সড়ক ভগবানবাসান এলাকায় ৷ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে খুনের নেপথ্যে আসল কারণ ৷ দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার চেম্বার করছিলেন ডেবরার হোমিওপ্যাথিক ডাক্তারবাবু শেখ আলাউদ্দিন ।এরপর সন্ধ্যে নাগাদ কয়েকজন রোগী তাঁর চেম্বারে আসেন । সেই সময় রোগ দেখানোর বাহানায় শেখ আলাউদ্দিন এবং তার স্ত্রী হীরা বিবিকে খুন করে তারা । এই ঘটনার পরেই অন্যান্য মানুষ জড়ো হলে তারা পালিয়ে যায় । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডেবরা এলাকায় । যদিও ঘটনার খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি দৌড়ে আসে পুলিশ প্রশাসন । তারা পুরো ঘটনা সরেজমিনে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে । এই ঘটনার পিছনে পুরনো শত্রুতা রয়েছে নাকি অন্য কোনও কারণ তাও খতিয়ে দেখছে পুলিশ ।
রোগী সেজে এসে চিকিৎসক দম্পতিকে খুন, চাঞ্চল্য ডেবরায় - Murder in Paschim Medinipur
Doctor couple Murder: ডাক্তারকে দেখানোর বাহানায় এসে চিকিৎসক ও তাঁর স্ত্রীকে খুন করে পালাল দুষ্কৃতীরা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷
Published : Feb 21, 2024, 9:06 AM IST
এই বিষয়ে মৃত চিকিৎসকের ভাগ্না শামিম আখতার বলেন,"মামার চেম্বারের পাশের বাড়ির লোক সন্ধ্যা নাগাদ আমায় ফোন করে জানায় যে কিছু একটা হয়েছে ৷ আমি যখন মামার চেম্বারে আসি তখন দেখি বাইরে একজন দাঁড়িয়ে আছে ভিতরে কেউ নেই ৷ আমি জিজ্ঞাসা করতেই ওরা জানায় ডাক্তার দেখাতে এসেছে ৷ আমি ওদের ডাক্তারবাবু আছে কি না, জিজ্ঞাসা করতেই ওরা বলে হাঁটতে গিয়েছেন ৷ ওদের নাকি দেখানো হয়ে গিয়েছে ওরা চলে যাবে ৷ আমি তখন দাঁড়াতে বললে ও ডাক্তারবাবুকে ডাকতে বললে ওরা বলে ভিতরে আছেন, আপনি ডেকে নেন ৷ এই সময় অন্যান্য লোকজন এসে আমাই বলে এদের ছাড়ো ভিতরে নিশ্চয় কিছু হয়েছে আগে দেখি চলো ৷ ততক্ষণে তারা দৌড়ে পালিয়ে যায় জঙ্গলের মধ্যে। জানি না ওরা কারা ৷ পুলিশ এই ঘটনার পরেই তদন্ত শুরু করেছে ।"
আরও পড়ুন :