পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিতর্কিত আবাসনের জমি সরকারি খাতে অন্তর্ভুক্ত করল প্রশাসন, বোলপুরে পথে জমিহারারা - BOLPUR LAND GRAB CONTROVERSY - BOLPUR LAND GRAB CONTROVERSY

Sobuj Potro Abasan Controversy: সন্তানকে খুনের হুমকি দিয়ে চাষের জমি কেড়ে নিয়েছিল জমি মাফিয়ারা ৷ সেই জমিতে তৈরি হচ্ছে বিলাসবহুল আবাসন ৷ এদিকে জমি ফেরত পেতে আন্দোলন করেছে জমিহারারা ৷ এ নিয়ে খবর করেছিল ইটিভি ভারত ৷ সেই খবর প্রকাশিত হতে তদন্ত শুরু করে প্রশাসন ৷

Protest in Bolpur
বোলপুরের পথে জমিহারাদের বিক্ষোভ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 10:04 PM IST

পাড়ুই, 13 জুলাই : 'জমি দিবি নাকি ছেলের মাথা নিবি' হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছিল জমি মাফিয়াদের বিরুদ্ধে ৷ এ নিয়ে খবর করে ইটিভি ভারত ৷ সেই খবরের জেরে নড়েচড়ে বসে প্রশাসন ৷ তদন্তে নেমে প্রশাসন জানতে পারে প্রায় 37 জনের পাট্টা জমি দখল করে গড়ে উঠেছে 'সবুজপত্র' আবাসন প্রকল্প ৷ শনিবার দখলীকৃত 34 বিঘা জমি সরকারি খাতে অন্তর্ভুক্ত করল প্রশাসন ৷ এরপর এই জমির প্রাপকদের তালিকা তৈরি হবে বলে জানা গিয়েছে ৷

বোলপুরের পাড়ুইতে জমিহারাদের আন্দোলন (ইটিভি ভারত)

অন্যদিকে, শনিবার জমি ফেরত চেয়ে বর্ষায় চাষ করার দাবিতে লাঙল, তির-ধনুক নিয়ে পথে নামলেন জমিহারারা ৷ সবুজপত্র আবাসন প্রকল্পের সামনেই বিক্ষোভ দেখান তাঁরা ৷ পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷

জমিহারাদের মধ্যে আশিস ঘাটোয়াল, পার্বতী রায়, বদি মুর্মু, পারুল রায়রা বলেন, "ছেলের মাথার ভয় দেখিয়ে 'সবুজপত্র' জমি নিয়ে নিয়েছিল ৷ আমরা আমাদের জমি ফেরত চাই ৷ আমরা এই বর্ষায় চাষ করব ৷ চাষ না করলে খাব কী ?"

বীরভূমের পাড়ুই থানার সাত্তোর গ্রামপঞ্চায়েতের সরপুকুর ডাঙায় গড়ে উঠেছে সবুজপত্র নামে আবাসন প্রকল্প ৷ প্রায় 51 বিঘা জমির উপর শুরু হয়েছে 250 টি কটেজ নির্মাণ ৷ অভিযোগ, প্রায় 37 জনের পাট্টা জমি কার্যত ভয় দেখিয়ে দখল করে গড়ে উঠেছে এই আবাসনগুলি ৷ এই মর্মে জেলাশাসক থেকে জেলা পরিষদের সভাধিপতি ও ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ করেন জমিহারারা ৷

এই খবর তুলে ধরে ইটিভি ভারত ৷ তারপরই নড়েচড়ে বসে বীরভূম জেলা প্রশাসন ৷ তদন্তে নেমে প্রথমেই নোটিশ দিয়ে কোপাই নদীর অদূরেপ্রকল্পেরকাজ বন্ধ করে দেয় ভূমি ও ভূমি সংস্কার দফতর ৷ পরে তদন্তে উঠে আসে 1992 সালে দেওয়া পাট্টা জমি দখল করে গড়ে উঠেছে এই 'সবুজপত্র' ৷ তাই 34 বিঘা জমি সরকারি খাতে অন্তর্ভুক্ত করে নিল প্রশাসন ৷ অর্থাৎ, 'জমি দিবি নাকি ছেলের মাথা নিবি' হুমকি দিয়ে যে জমি দখলের অভিযোগ উঠেছিল, তা সঠিক প্রমাণিত হল ৷ বীরভূমের জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, দ্রুত তালিকা দেখে পাট্টা জমি প্রাপকদের রেকর্ড করে দেওয়া হবে ৷

এর মধ্যে দ্রুত জমি ফেরত চেয়ে সবুজপত্রের সামনে হাতে লাঙল, তির-ধনুক নিয়ে পথে নামেন জমিহারারা ৷ তাঁদের দাবি, বেশ কয়েক বছর তাঁরা চাষ করতে পারেনি ৷ তাই এই বর্ষায় নিজেদের জমিতে চাষ করতে চান ৷ জমিহারাদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা ৷ পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সবুজপত্রের সামনে ৷

ABOUT THE AUTHOR

...view details