পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিপর্যস্ত পরিষেবা ! আরজি কর, ন্যাশনাল মেডিক্যালের গেটে হেল্প ডেস্ক চালু কর্পোরেশনের - Junior Doctors protests continue

Junior Doctor protests continue disrupt services: গত শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তাতেও কমছে না রোগী হয়রানি ৷ তাই 24 ঘণ্টায় হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ৷

Junior Doctor protests continue disrupt services
আরজি করের গেটে হেল্প ডেস্ক চালু কর্পোরেশনের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 8:32 AM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর:আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে রাজপথে প্রতিবাদ অব্যাহত ৷ দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷ ফলে ব্যাহত হচ্ছে পরিষেবা ৷ তাই আজ থেকে আরজি কর ও ন্যাশনাল মেডিক্যাল কলেজের গেটে 24 ঘণ্টায় হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ৷

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, আজ সকাল থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ আর ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌর সহায়তা কেন্দ্র চালু হল। গেটের বাইরে থাকছে একটি স্টল যাতে লেখা থাকবে 'মে আই হেল্প ইউ' ৷ সকাল থেকে 8 ঘণ্টা করে 4 দফায় এই শিবিরে কাজ করবেন কর্মীরা। কর্পোরেশনের এক আধিকারিক জানাচ্ছেন, যে রোগীদের অবস্থার অবনতি হওয়ার পরেও হাসপাতালে ভর্তি হতে পারছেন না, তাদের অন্যত্র ভর্তি করা হবে হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের যৌথ প্রচেষ্টা। পাওয়া যাবে অ্যাম্বুলেন্সের সুবিধাও ৷

গত শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন জুনিয়র চিকিৎসকরা। 'অভয়া টেলিমেডিসিন ক্লিনিক' নামে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা ৷ আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি এই টেলিমেডিসিন পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। টেলিমেডিসিন পরিষেবা পাওয়ার জন্য 4টি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে ৷

কিন্তু, এই পরিষেব যথেষ্ট নয় ৷ বিভিন্ন মেডিক্যাল কলেজে গিয়েও রোগীদের ফিরতে হচ্ছে। ফলে এক চরম অসহায় অবস্থার মুখে দাঁড়িয়ে রোগী ও তাঁর পরিবার পরিজন। এই পরিস্থিতিতে তাই আজ সকাল থেকেই শুরু হচ্ছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সহায়তা কেন্দ্র। কয়েকদিনের মধ্যে কলকাতার সব হাসপাতালের গেটেই কলকাতা কর্পোরেশন 24 ঘণ্টার এই সহায়তা কেন্দ্র চালু করবে ৷ জুনিয়র ডাক্তারদের আন্ডলের জেরে রোগী ভোগান্তির ঘটনা এড়াতে এই বিকল্প পথ ৷

উল্লেখ্য, ঘটনার 25 দিন পর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই ৷ যদিও সিবিআই-এর তরফে তাঁকে গ্রেফতারের কারণ হিসেবে হাসপাতালে আর্থিক দুর্নীতি দেখানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details