পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আর্থিক অনিয়ম ! বরখাস্ত রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার - RABINDRA BHARATI UNIVERSITY

আর্থিক অনিয়মের জেরে বরখাস্ত করা হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সুবীর মৈত্রকে ৷ অবসরকালীন কোনও সুযোগ সুবিধা পাবেন না তিনি ৷

ETV BHARAT
আর্থিক অনিয়মের জেরে বরখাস্ত রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

কলকাতা, 13 ডিসেম্বর: আর্থিক অনিয়মের জেরে এবার বরখাস্ত করা হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সুবীর মৈত্রকে ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে । তার ভিত্তিতেই তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই তদন্ত কমিটি গত 5 নভেম্বর রিপোর্ট জমা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে । কমিটির রিপোর্টের ভিত্তিতে সুবীর মৈত্রকে 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল । কিন্তু এরপর এক্সিকিউটিভ বৈঠক হয় । বৃহস্পতিবার সেই বৈঠকেই সুবীর মৈত্রকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, প্রাক্তন রেজিস্ট্রার সুবীর মৈত্রকে বরখাস্ত করা হয়েছে জরুরি ভিত্তিতে । বরখাস্ত হওয়ায় এই মুহূর্তে কোনও সুযোগ-সুবিধা তিনি পাবেন না । অবসরকালীন সময়ে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তাও তিনি পাবেন না । উপরন্তু তাঁর কাজে বিশ্ববিদ্যালয়ে যে ক্ষতি হয়েছে, সেই অর্থও তাঁকে ফেরত দিতে হবে । এই মর্মে একটি বিজ্ঞপ্তি বৃহস্পতিবারই প্রকাশ করা হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে ।

বরখাস্তের নোটিশ (নিজস্ব চিত্র)

এর আগে, কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে সাসপেন্ড করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় । সুবীর মৈত্রের বিরুদ্ধে মামলা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের বাদ্যযন্ত্রের অধ্যাপক । মামলাকারীর আইনজীবী আদালতে বলেছিলেন, তাঁর মক্কেল শিক্ষক সমতুল্য পদের অধিকারী এবং এই বাদ্যযন্ত্রের শিক্ষকদের নিয়ে এর আগেও কলকাতা হাইকোর্টের নির্দেশ আছে ।

1985 সালের নিয়ম অনুযায়ী, তাঁদের অবসরের সময় 65 বছর ৷ তা সত্ত্বেও 60 বছর হতেই তাঁকে চিঠি ধরানো হয় বলে অভিযোগ করেন মামলাকারী । বিচারপতি কৌশিক চন্দ সেই মামলায় বিশ্ববিদ্যালয়ের বাদ্যযন্ত্রের অধ্যাপকের অবসরের বয়স 65 বছর করার এবং তাঁর বকেয়া বেতন মেটানোর নির্দেশ দিয়েছিলেন । এর পাশাপাশি একই ধরনের বাকি শিক্ষকদের ক্ষেত্রেও সেই নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে ।

কিন্তু তখন আদালতে উপস্থিত হয়ে রেজিস্ট্রার সুবীর মৈত্র বলেছিলেন, এ কাজ তিনি করতে পারবেন না । বিচারপতির নির্দেশ অবমাননা করার জেরে তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র । সেই সাসপেনশনের পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছিলেন ডিন অফ স্টুডেন্ট আসিস সামন্তকে । সেই মতো বর্তমানে তিনিই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ভূমিকা পালন করছেন ।

ABOUT THE AUTHOR

...view details