পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওড়িশায় বাংলার শ্রমিকদের হেনস্তা নিয়ে আলোচনা নবান্নে, দ্রুত পদক্ষেপের নির্দেশ মমতার - Bengal Workers Harassment in Odisha - BENGAL WORKERS HARASSMENT IN ODISHA

Bengal Workers Harassment in Odisha: ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এনিয়ে আলোচনা হয়েছে ৷ মূলত, সম্প্রতি ওড়িশার ঘটনা নিয়েই উদ্বেগ প্রকাশ করেন মমতা ৷ যেখানে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন ওড়িশা প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ৷

Bengal Workers Harassment in Odisha
ওড়িশায় বাংলার শ্রমিকদের হেনস্তা নিয়ে আলোচনা নবান্নে ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 8:42 PM IST

কলকাতা, 28 অগস্ট: এরাজ্য থেকে ওড়িশায় কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার বিষয়টি এবার উঠে এল রাজ্য মন্ত্রিসভার আলোচনায় ৷ কয়েকদিন আগেই এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই ইস্যু নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে ৷ ওড়িশার বিভিন্ন প্রান্তে বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ ৷ সূত্রের খবর, বিষয়টি নিয়ে এদিনও মন্ত্রিসভার বৈঠকে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷

শুধু উদ্বেগ প্রকাশ করেই থেমে থাকেননি মমতা ৷ মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে বিষয়টি নিয়ে ওড়িশার প্রশাসনের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, এদিন মন্ত্রী শিউলি সাহা মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি তোলেন ৷ তারপরেই মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

প্রসঙ্গত, অগস্টের শুরুতে ওড়িশার বিভিন্ন প্রান্তে এ রাজ্য থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর হামলার খবর আসে ৷ বিশেষ করে, যেহেতু তাঁরা বাংলা ভাষায় কথা বলেন, তাই তাঁদের বাংলাদেশি তকমা জুড়ে দিয়ে, আধার কার্ড দেখাতে বাধ্য করা হয় বলে অভিযোগ ৷ পরবর্তী সময় ওড়িশার বিভিন্ন জায়গায় 'বাঙালি তাড়াও'-এর মতো ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ বুধবারের বৈঠকে তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন মমতা ৷

বিশেষ করে ভারতীয় সংবিধানে যেখানে নাগরিকদের দেশের যে কোনও প্রান্তে জীবিকার জন্য যাওয়ার অধিকার আছে ৷ সেখানে এই ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয় বলে মনে করছে রাজ্য সরকার ৷ আর সেই জায়গা থেকে রাজ্য প্রশাসনের তরফে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে বিষয়টি নিয়ে ওড়িশার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ পাশাপাশি, পশ্চিমবঙ্গেও অন্যান্য রাজ্যের মানুষ জীবন-জীবিকার সন্ধানে আসেন ৷ তাঁদের এক্ষেত্রেও যাতে সেইরকম কিছু না ঘটে, তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details