দুর্গাপুর, 1 মে: প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ সেখানে চা-চক্রে দলের নেতা-কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন সভাপতি ৷ দুর্গাপুর-বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচনী প্রচারে ব্যস্ত ৷ 13 তারিখে সেখানে ভোট ৷ তাই শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে ৷ এদিকে একই এলাকায় বারবার কর্মসূচির আয়োজন করছে দলের স্থানীয় নেতা-কর্মীরা ৷ আর তাতে বুধবার সাতসকালে রেগে গেলেন বর্ধমান-দুর্গাপুরের লোকসভা প্রার্থী ৷ দুর্গাপুরের সগড়ভাঙা এলাকায় কর্মসূচি হওয়ায় স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের তুলোধোনা করলেন দিলীপ ঘোষ ৷ মিডিয়ার সামনেই নেতা-কর্মীদের ভর্ৎসনা করলেন তিনি ৷
এদিন দিলীপ স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, "কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে ৷ রাজনীতি করতে এসেছে, গরু চড়াও! রাজনীতি করতে হলে 24 ঘণ্টা দিতে হবে ৷" দলীয় কর্মীদের বিরুদ্ধে বিদায়ী বিজেপি সাংসদের অভিযোগ, "9টার আগে কোনও দিন ওঠে ? ওদের মাথা কাজ করছে না ৷ চাপ নিতে পারছে না ৷ দিলীপ ঘোষ জেলার নেতাদের তৈরি করা কর্মসূচিই ফলো করেন ৷ কিন্তু কর্মীদের একমাস পরিশ্রম করতে দম বেরিয়ে যাচ্ছে ? একই জায়গায় বারবার কর্মসূচির তালিকা কে তৈরি করছে বুঝতে পারছি না ৷"