বর্ধমান, 26 জুন: রেললাইনের পাশ থেকে উদ্ধার হল বিজেপি কর্মীর দেহ ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের হীরাগাছি এলাকায় ৷ মৃতের নাম সুভাষ দত্ত (44)। কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে এখনও পর্যন্ত জেলা বিজেপির পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি ৷ তবে বিজেপি নেতা দিলীপ ঘোষ সোশাল মিডিয়ায় পোস্ট করে, ঘটনায় শাসক দলের হাত আছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন ৷
স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সুভাষ দত্ত বিজেপির সক্রিয় কর্মী ছিলেন ৷ তাঁর বাড়ি বর্ধমানের বৈকুণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েতের হীরাগাছির ঘোষপাড়ায় ৷ মঙ্গলবার রাত 12টা নাগাদ ব্যক্তিগত কাজে সুভাষ বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলেন ৷ গভীর রাতে শক্তিগড়ের আমড়া রেলগেট সংলগ্ন এলাকায় তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ জানা গিয়েছে, তাঁর কপাল ফেটে রক্ত ঝরছিল ৷ দুই পায়েও গভীর ক্ষত ছিল। পরিবারের তরফে এই বিষয়ে অবশ্য কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷
তবে সোশাল মিডিয়ায় প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লেখেন, "দুর্গাপুর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য সুভাষ দত্তের মরদেহ পাওয়া গেল শক্তিগড়ের আমড়া রেলগেট সংলগ্ন এলাকায় ৷ অত্যন্ত মর্মাহত এই খবরে ৷ নির্বাচনের সময় খুব সক্রিয়ভাবে কাজ করেছিলেন সুভাষ ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ এই কঠিন সময়ে পরিবারের পাশে আমরা রয়েছি ৷ কীভাবে এই মৃত্যু হল তার তদন্ত হওয়া দরকার ৷ শাসক দলের হাত আছে কি না, সেটার জন্য আমরা তদন্ত দাবি করব ৷"