মাদারিহাট, 5 নভেম্বর: উপনির্বাচনের প্রচারে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ 13 নভেম্বর রাজ্যের ছ'টি আসনে উপনির্বাচন ৷ তার মধ্যে অন্যতম আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্র ৷ মঙ্গলবার এই কেন্দ্রের প্রচারে হাজির হলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ৷ প্রচারে এসে তিনি দাবি করেন, তৃণমূলের শাসনকালে বাংলায় 48 হাজার খুন হয়েছে। পাশাপাশি তাঁর কটাক্ষ, জেলে গিয়ে তৃণমূল নেতাদের ওজন কমছে।
মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী হয়েছেন রাহুল লোহার ৷ তাঁর সমর্থনে প্রচার করেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এদিন ডুয়ার্সের বিন্নাগুড়ি এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেনও তিনি ৷ এরপর বিন্নাগুড়ির একটি পথসভায় ভাষণও দেন তিনি ৷ দিলীপ ঘোষ তাঁর বক্তৃতায় প্রথমেই আরজি কর হাসপাতালের চিকিৎকের ধর্ষণ ও খুনের প্রসঙ্গ তোলেন ৷ পাশাপাশি পুজোয় এবার সেরকম আনন্দ হয়নি বলেও দাবি করেন তিনি ৷