পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলে গিয়ে তৃণমূল নেতাদের ওজন কমছে, কটাক্ষ দিলীপের - DILIP GHOSH SLAMS TMC

তৃণমূলকে তুলোধনা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ৷ ধর্ষণ-খুনের ঘটনার সংখ্যা দিনে দিনে বাড়ছে বলে উল্লেখ করেন তিনি ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 9:39 PM IST

মাদারিহাট, 5 নভেম্বর: উপনির্বাচনের প্রচারে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ 13 নভেম্বর রাজ্যের ছ'টি আসনে উপনির্বাচন ৷ তার মধ্যে অন্যতম আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্র ৷ মঙ্গলবার এই কেন্দ্রের প্রচারে হাজির হলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ৷ প্রচারে এসে তিনি দাবি করেন, তৃণমূলের শাসনকালে বাংলায় 48 হাজার খুন হয়েছে। পাশাপাশি তাঁর কটাক্ষ, জেলে গিয়ে তৃণমূল নেতাদের ওজন কমছে।

মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী হয়েছেন রাহুল লোহার ৷ তাঁর সমর্থনে প্রচার করেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এদিন ডুয়ার্সের বিন্নাগুড়ি এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেনও তিনি ৷ এরপর বিন্নাগুড়ির একটি পথসভায় ভাষণও দেন তিনি ৷ দিলীপ ঘোষ তাঁর বক্তৃতায় প্রথমেই আরজি কর হাসপাতালের চিকিৎকের ধর্ষণ ও খুনের প্রসঙ্গ তোলেন ৷ পাশাপাশি পুজোয় এবার সেরকম আনন্দ হয়নি বলেও দাবি করেন তিনি ৷

তিনি বলেন, "এখন প্রতিদিন রাজ্যে ধর্ষণের খবর আসে ৷ মহিলাদের উপর অত্যাচার বাড়ছে ৷ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যে 48 হাজারেরও বেশি ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছে ৷ তৃণমূল নেতারা জেলে যাচ্ছেন ৷ এরপর তাঁদের ওজন কমছে ৷" এদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন বলে কয়েকটি সূত্রের দাবি ৷ এনিয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে দিলীপ জন বার্লার প্রসঙ্গ এড়িয়ে যান ৷

তবে জন বার্লা প্রসঙ্গে আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগ্গা বলেন, "দলে ব্যক্তি বিশেষের কোনও ব্যাপার নেই ৷" এদিনের সভায় দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, ডাবগ্ৰাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী, জেলা বিজেপির নেত্রী তথা ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায়-সহ অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details