পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দাদামশাইয়ের লেখা 'আবাস' নামটুকু বাঁচিয়ে রাখুক, আর্জি অবনীন্দ্রনাথের নাতনি ধীরা ঠাকুরের - ABANINDRANATH TAGORE HOUSE

উত্তরাধিকার সূত্রে বাড়ির বর্তমান মালিক অয়নেন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে একরাশ ক্ষোপ উগড়ে দিলেন ধীরা ঠাকুর মজুমদার ৷ তাঁর কথায়, বাড়ির মূল্যই বুঝল না ৷

Abanindranath Tagore house
বাড়ির নাম 'আবাস'কে বাঁচিয়ে রাখার আর্জি অবনীন্দ্রনাথের নাতনি ধীরা ঠাকুরের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2025, 5:20 PM IST

বোলপুর, 22 ফেব্রুয়ারি:বিক্রি করে দেওয়া হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ৷ ধীরে ধীরেভেঙেও ফেলা হচ্ছে বাড়িটিকে ৷ কোনোক্রমে বাড়ির গেটে দাদামশাইয়ের লেখা 'আবাস' নামটুকু বেঁচে থাকুক ৷ আক্ষেপের সুরে এমনটাই আর্জি জানালেন অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতনি ধীরা ঠাকুর মজুমদার ।

অবন ঠাকুরের ছোট ছেলে মানিন্দ্রনাথ ঠাকুরের মেয়ে তিনি ৷ তবে শান্তিনিকেতনের বাড়িটি উত্তরাধিকার সূত্র পেয়েছিলেন অবন ঠাকুরের আরেক ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর । এরপর তাঁর ছেলে অমিতেন্দ্রনাথ ঠাকুর ৷ সেখান থেকে বাড়ি উত্তরাধিকার সূত্রে আসে অয়নেন্দ্রনাথ ঠাকুরের থাকে ৷ তিনি বাড়িটি বিক্রি করে দিয়েছেন ৷ যা নিয়ে আক্ষেপ প্রকাশ করতে শোনা গেল অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতনি ধীরা ঠাকুর মজুমদারকে ৷ ইটিভি ভারতকে ফোনে তিনি বলেন, "যে বিক্রি করেছেন সে দীর্ঘদিন আমেরিকায় থাকতেন, এই বাড়ির মূল্যই বোঝে না ।" এমনকি, বাড়িটিতে আসা-যাওয়া নিয়ে স্মৃতিচারণও করলেন ধীরা ৷

ইটিভি ভারতের সঙ্গে ফোনে কথা অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতনির (ইটিভি ভারত)

প্রসঙ্গত, শান্তিনিকেতনে ভেঙে ফেলা হচ্ছে প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ৷ যা নিয়ে কয়েকদিন ধরেই হইচই হচ্ছে ৷ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেনের পরিবারের সদস্যরাও ৷ তারপরেই নড়েচড়ে বসে বোলপুর পুরসভা ৷ বর্তমানে বাড়ি ভাঙার কাছ বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে পুরসভার তরফে ৷

প্রখ্যাত শিল্পী তথা লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর । যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ৷ বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা হিসাবে প্রথম আচার্য ছিলেন গুরুদেব ৷ 1941 সালে কবিপ্রয়াণের পর 1942 সালে বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য হয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর । সেই সময় শান্তিনিকেতনে তাঁর ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর একটি বাড়ি করেছিলেন । এই বাড়ির নাম 'আবাস' । বাড়িটির নামকরণ করেছিলেন স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর । যিনি শান্তিনিকেতনে অবন ঠাকুর নামে খ্যাত ৷ তাঁর নামানুসারেই এই এলাকার নাম হয়েছে 'অবনপল্লি' । তবে এই ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে । অর্ধেকের বেশি অংশ ইতিমধ্যে ভেঙে ফেলাও হয়েছে ।

এই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে (নিজস্ব ছবি)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্লট করে একাধিক ব্যক্তিকে বিক্রি করে দেওয়া হয়েছে অবন ঠাকুরের বাড়িটি । অর্থাৎ, জমি হাঙরদের হাতে পড়েছে শান্তিনিকেতনের স্মৃতিবিজড়িত ওই বাড়িটি । তবে এই বাড়ি বিক্রির বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতনি ধীরা ঠাকুর মজুমদার । বর্তমানে তিনি কলকাতায় থাকেন ৷ সংবাদমাধ্যমে তিনি জানতে পারেন ঐতিহ্যবাহী বাড়িটি বিক্রি হয়ে গিয়েছে ।

পরিবারের সঙ্গে ধীরা ঠাকুর (নিজস্ব ছবি)

ধীরা ঠাকুর ইটিভি ভারতকে বলেন, "খবরটা শুনে খুবই খারাপ লাগছে । ছোটবেলা থেকে যে বাড়িতে যেতাম থাকতাম ৷ আজ সেটা ভেঙে ফেলা হচ্ছে ৷ প্রচুর ভালো লাগা স্মৃতি আছে ওই বাড়ির সঙ্গে ৷ এই 'আবাস' বাড়িতে বহুবার গিয়েছি । বিশেষ করে ডিসেম্বর মাসে পৌষমেলা ও দোলে যাওয়া হত সেখানে । ছোটবেলার এই স্মৃতি তো আর মন থেকে মুছে যায় না । শেষবার গিয়েছি আজ থেকে 4 কী 5 বছর আগে ।"

অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি 'আবাস' (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "এই বাড়ি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের আরেক ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর । তারপর তার ছেলে অমিতেন্দ্রনাথ ঠাকুর । জীবনের শেষ দিন পর্যন্ত অমিতেন্দ্রনাথ এই বাড়িতে গিয়েছেন, থেকেছেন ৷ পরে তাঁর ছেলে অয়নেন্দ্রনাথ ঠাকুর বাড়িটি উত্তরাধিকার সূত্রে পান ৷ তিনিই বিক্রি করে দিয়েছেন কলকাতার কয়েকজনকে ৷"

বাড়ি বিক্রি প্রসঙ্গে ধীরা ঠাকুর বলেন, "যিনি শেষবার এই বাড়ি পেলেন তিনি 5 বছর বয়স থেকে আমেরিকায় থাকেন ৷ সেখানেই পড়াশোনা । সে এই বাড়ির মূল্য বুঝবে কী করে ৷ গুরুত্ব বুঝলো না । তাই এখন আক্ষেপ ছাড়া আর কী করার আছে ৷"

প্রসঙ্গত, এই 'আবাস' বাড়ির গেটে লেখা নামের নক্সা করেছিলেন স্বয়ং শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর ৷ এই প্রসঙ্গে তাঁর নাতনি ধীরা ঠাকুর মজুমদার বলেন, "এটা দাদামশাইয়ের লেখা ৷ দাদামশাই এভাবেই নিজের নাম অবনীন্দ্রনাথ উপর থেকে সই করতেন ৷ আবাস নামটাই তাঁর দেওয়া । যারা কিনেছেন বাড়িটি তারা যদি ওই নামটুকুও অন্তত রাখে তাহলেও হয় । তারা রাখবে কি না তা আমি জানি না ।"

অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতনি ধীরা ঠাকুর মজুমদার (নিজস্ব ছবি)

অর্থাৎ, অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতনি ধীরার আক্ষেপ এতটাই যে, বাড়ি ভাঙা তো পড়েইছে, এবার যদি কোনও ভাবে গেটের নামটুকু থাকে এটাই অনেক । তবে গত দুই দশক ধরে এই বোলপুর-শান্তিনিকেতন জমি মাফিয়া, জমি হাঙরদের দখলে চলে গিয়েছে । কখনও 'আমাদের ছোট নদী' কোপাই নদীর পাড়, নদীগর্ভ দখল করে নির্মাণ হচ্ছে । কত সরকারি জমি, আদিবাসীদের জমি দখল করে গড়ে উঠেছে বহুতল, আবাসন, রিসর্ট, হোটেল, লজ, রেস্তরাঁ, কটেজ প্রভৃতি । এই নিয়ে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ হলেও, নির্বিকার প্রশাসন ৷ সেই অভিযোগও বহু ৷ এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপোর বাড়িও ছাড় পেল না । অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সেই বাড়িটিও ধ্বংসের পথে ৷

ABOUT THE AUTHOR

...view details