পশ্চিমবঙ্গ

west bengal

মোদিকে শুভেচ্ছা জানিয়ে কথামতো বৃক্ষরোপণ দেবের, প্রতিশ্রুতি রক্ষায় খুশি সবংবাসী - DEV KEEPS HIS PROMISE

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 4:54 PM IST

Dev Plants trees in Sabang: কথা রাখলেন অভিনেতা তথা তৃণমূলের জয়ী প্রার্থী দেব ৷ ঘাটাল লোকসভায় যতগুলি ভোট পড়েছে ততগুলি গাছ লাগানো শুরু করলেন দেব ৷

Dev planted trees
বৃক্ষরোপণ দেবের (ইটিভি ভারত)

সবং, 9 জুন: ফল ঘোষণার পাঁচ দিনের মাথায় প্রতিশ্রুতি পূরণ করলেন সাংসদ দেব। সবং থেকে শুরু করলেন গাছ লাগানোর প্রক্রিয়া। প্রতিশ্রুতি মতো রবিবার থেকে নির্বাচনে ঘাটাল লোকসভায় যতগুলি ভোট পড়েছে ততগুলি গাছ লাগানো শুরু করলেন দেব ৷ যদিও নোটা ভোট বাদ পড়েছে সেই তালিকা থেকে ৷ পাশাপাশি, তৃতীয়বার মোদির শপথগ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ঘাটালের জয়ী প্রার্থী ৷ তবে বাংলার প্রাপ্য টাকা ফেরত দিন প্রধানমন্ত্রী, দাবি দেবের ৷

বৃক্ষরোপণে খুশি সবংবাসী (নিজস্ব প্রতিনিধি)

এদিন মোদির উদ্দেশে দেব বলেন, "প্রথমে ওনাকে শুভেচ্ছা কারণ আমি ওনার সিটকে সম্মান করি। দেশ যেন সুস্থ ভাবে এগিয়ে চলে।" এরপর তিনি কটাক্ষ করে বলেন, "শেষ দশ বছর যেভাবে বিরোধীদের ভাঙার জন্য কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করা হয়েছে সেগুলো যেন আগামী পাঁচ বছর না করা হয়, এই আবেদন রাখলাম। বাংলা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে।" পাশাপাশি বকেয়া পাওনা নিয়ে তিনি বলেন, "ওনাকে অনুরোধ করব রাগ অভিমান ভুলে বাংলার রাস্তা-সড়ক, স্বাস্থ্য সম্পর্কিত এবং 100 দিনের বকেয়া টাকা যেন উনি পাঠিয়ে দেন। এই কাজটা যেন আগে হয় এবং আমাদের রাজ্য যেন তার বকেয়া টাকা ফেরত পায়। রাজনীতি ভুলে টাকা না-আটকে উনি কাজ করবেন এটা আশা রাখি।"

আরও সবুজ হল সরোবর, বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ প্রাতঃভ্রমণকারীদের

হিরণ সম্পর্কে দেব বলেন, "আমি কখনই ব্যক্তিগতভাবে ওকে আক্রমণ করিনি ৷ ওর ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু জানি ৷ কিন্তু তা কখনও রাজনীতির মঞ্চে ব্যবহার করিনি ৷ আমি একটা নীতি নিয়ে চলি, তা হল সৌজন্য নীতি ৷ ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায় ৷ আমি সেটাতেই বিশ্বাস করি ৷ তাই আগামী দিনের জন্য হিরণকে শুভেচ্ছা ৷" রবিবার সবং, ডেবরা, পিংলা, কেশপুর, দাসপুর, ঘাটাল, পাঁশকুড়া এলাকায় প্রথম দিনে দশ হাজার গাছ লাগানো হবে। বৃক্ষরোপণ কর্মসূচি চলবে প্রায় সাতটি বিধানসভায় জুড়ে। প্রথম পর্যায়ে 2 লক্ষ চারাগাছ লাগানো হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ঘাটাল লোকসভা থেকে দাঁড়ানোর আগে দেব মনোনয়ন জমা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যত ভোটে জিতবেন তত গাছ লাগাবেন ঘাটালের 7টি বিধানসভা জুড়ে। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে এসে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলা নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন দেব ৷

ভোটপ্রচারে বৃক্ষরোপণে সচেনতা বিজেপির চিকিৎসক প্রার্থীর

ABOUT THE AUTHOR

...view details