সবং, 9 জুন: ফল ঘোষণার পাঁচ দিনের মাথায় প্রতিশ্রুতি পূরণ করলেন সাংসদ দেব। সবং থেকে শুরু করলেন গাছ লাগানোর প্রক্রিয়া। প্রতিশ্রুতি মতো রবিবার থেকে নির্বাচনে ঘাটাল লোকসভায় যতগুলি ভোট পড়েছে ততগুলি গাছ লাগানো শুরু করলেন দেব ৷ যদিও নোটা ভোট বাদ পড়েছে সেই তালিকা থেকে ৷ পাশাপাশি, তৃতীয়বার মোদির শপথগ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ঘাটালের জয়ী প্রার্থী ৷ তবে বাংলার প্রাপ্য টাকা ফেরত দিন প্রধানমন্ত্রী, দাবি দেবের ৷
এদিন মোদির উদ্দেশে দেব বলেন, "প্রথমে ওনাকে শুভেচ্ছা কারণ আমি ওনার সিটকে সম্মান করি। দেশ যেন সুস্থ ভাবে এগিয়ে চলে।" এরপর তিনি কটাক্ষ করে বলেন, "শেষ দশ বছর যেভাবে বিরোধীদের ভাঙার জন্য কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করা হয়েছে সেগুলো যেন আগামী পাঁচ বছর না করা হয়, এই আবেদন রাখলাম। বাংলা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে।" পাশাপাশি বকেয়া পাওনা নিয়ে তিনি বলেন, "ওনাকে অনুরোধ করব রাগ অভিমান ভুলে বাংলার রাস্তা-সড়ক, স্বাস্থ্য সম্পর্কিত এবং 100 দিনের বকেয়া টাকা যেন উনি পাঠিয়ে দেন। এই কাজটা যেন আগে হয় এবং আমাদের রাজ্য যেন তার বকেয়া টাকা ফেরত পায়। রাজনীতি ভুলে টাকা না-আটকে উনি কাজ করবেন এটা আশা রাখি।"
আরও সবুজ হল সরোবর, বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ প্রাতঃভ্রমণকারীদের