পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রথমবারের সাফল্যের পর বাবুঘাটে দেব দীপাবলির দ্বিতীয় বছরে বিরাট চমক

15 হাজার প্রদীপে সেজে উঠবে বাবুঘাট ও হুগলি নদীর তীর ৷ 15-19 নভেম্বর পর্যন্ত চলবে দেব দীপাবলি ৷

DEV DIWALI 2024
বাবুঘাটে দেব দীপাবলির দ্বিতীয় বছরে থাকছে আরও বড় চমক ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

কলকাতা, 22 অক্টোবর: বারাণসীর কাশি বিশ্বনাথ মন্দির ও আশপাশের ঘাটে লক্ষ-লক্ষ প্রদীপ জ্বেলে পালিত হয় দেব দীপাবলি ৷ সেই চোখ জুড়ানো আলোর দৃশ্য উপভোগ করতে বিদেশ থেকে আসেন বহু মানুষ ৷ সেই আদলেই কলকাতার বাবুঘাট চত্বরে কয়েক হাজার প্রদীপ দিয়ে সাজিয়ে গতবছর থেকে পালিত হচ্ছে দেব দীপাবলি । এ বছর সেই আয়োজনে বিরাট চমক দিতে চলেছে কলকাতা পুরনিগম ৷

প্রথম বছরের আয়োজনেই বাজিমাত করেছিল কলকাতা পুরনিগম ও একটি বেসরকারি ট্রাস্টের এই যৌথ প্রয়াস ৷ উপচে পড়েছিল দর্শনার্থীদের ভিড় ৷ আশাতীত সাফল্যকে পাথেয় করেই দ্বিতীয়বারের জন্য দেব দীপাবলি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এবছর কার্তিক পূর্ণিমা পড়ছে 15 নভেম্বর ৷ ওই দিন থেকে 19 নভেম্বর পর্যন্ত চলবে দেব দীপাবলির উদযাপন ৷ দ্বিতীয় বছরে থাকছে বড় চমক ৷ গঙ্গার ঘাটেই 20 বর্গ ফুটের দৈত্যাকার এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে ৷ সেখানে দেখানো হবে, গঙ্গাপাড়ের আলোকোজ্জ্বল মুহূর্ত ও গঙ্গা আরতি ৷

গতবছরের দেব দীপাবলিতে গঙ্গা আরতি ৷ (নিজস্ব চিত্র)

শুধু তাই নয়, এলইডি স্ক্রিনে জনস্বার্থে পুর কর্তৃপক্ষের বার্তাও ফুটে উঠবে ৷ গতবছর সামান্য কিছু বসার আসনের ব্যবস্থা করা হয়েছিল ৷ তা সত্ত্বেও একটুকরো বারাণসীর ঘাট দেখতে উপচে পড়ে ভিড় ৷ এ-বছর সেই কথা মাথায় রেখেই প্রায় দু’হাজারের বেশি বসার আসন থাকছে ৷ আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের ৷ 10-15 হাজার প্রদীপে সাজবে বাবুঘাট ও আশপাশের নদীর পাড়গুলি ৷ আসবেন বিদেশি পর্যটকরাও ৷

কলকাতা পুরনিগমের সঙ্গে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবে একটি বেসরকারি ট্রাস্ট ৷ তারা মূলত আরতির আয়োজন করে থাকে ৷ গতবছর এই গোটা কর্মকাণ্ডে খরচ হয়েছিল প্রায় 12 লাখ টাকা ৷ এ-বছর আয়োজনের বহর আরও বেড়েছে ৷ ফলে সেই খরচ আনুমানিক আরও খানিকটা বাড়বে বলেই মনে করছেন পুরনিগমের আধিকারিকরা ৷

বারাণসীর আদলে বাবুঘাটে গঙ্গা আরতি ৷ (নিজস্ব চিত্র)

কার্তিক পূর্ণিমার দিন দেশজুড়ে পালিত হয় দেব দীপাবলি ৷ এই দেব দীপাবলির উদযাপন মূলত হিন্দি বলয়ে এতদিন দেখা যেত ৷ তবে, সাম্প্রতিক সময়ে দেব দীপাবলি ভারতের অন্যান্য রাজ্যেও প্রসারিত হচ্ছে ৷ প্রচলিত আছে, আধ্যাত্মিক শক্তির উপাসনার শেষ মাস হল কার্তিক ৷ এই কার্তিক পূর্ণিমার দিনেই শিব অর্ধনারীশ্বর রূপে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন ৷ অনেকে এই দিনটিকে শিব দীপাবলি হিসেবেও উল্লেখ করে থাকেন ৷

দেব দীপাবলি উপলক্ষে এভাবেই সেজে উঠবে কলকাতায় হুগলি নদীর তীর ৷ (নিজস্ব চিত্র)

এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ তারক সিং বলেন, "গত বছরের থেকে এবার আরও সুন্দরভাবে এই অনুষ্ঠান করা হবে ৷ গতবার প্রথম পালন করা হয়েছিল ৷ তাতে অভূতপূর্ব দর্শকদের ভিড় দেখে আমরা আপ্লুত হয়েছি ৷ এবার আরও বেশি সংখ্যায় আসন থাকছে ৷ আর থাকছে বিরাট বড় এলইডি স্ক্রিন ৷ সেখানেও ফুটে উঠবে এখানকার গোটা কর্মকাণ্ড ৷"

ABOUT THE AUTHOR

...view details