পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সপ্তাহশেষে প্রাণ জুড়োবে বৃষ্টি! তার আগে অবশ্য তাপপ্রবাহে নাভিশ্বাস দক্ষিণবঙ্গের - WB Weather Forecast - WB WEATHER FORECAST

Heatwave in West Bengal: তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ মুক্তি মিলছে না এখনই ৷ তবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ৷

Heat Wave
Heat Wave

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 8:40 PM IST

কলকাতা, 1 মে: তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ রাজ্যবাসীর ৷ 43 ডিগ্রি থেকে এক ডিগ্রি কমে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বুধবার 42 ডিগ্রি। তবে তাপপ্রবাহের পরিস্থিতি থেকে এখনই মিলছে না রেহাই ৷ যদিও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বুধবারের মতো বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের পশ্চিমের ছয় জেলায় তাপপ্রবাহের চরম সতর্কবার্তা থাকবে। বাদ যাবে না মহানগর-ও। শুক্র ও শনিবারও তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে সব জেলাতেই। দু-এক জায়গায় চরম তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা। রবিবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে ৷ পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকছে। শুক্রবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশ ঘটবে।

যদিও হাওয়া অফিস জানিয়েছে পারদ চড়ার আর সম্ভাবনা নেই। বুধবার সুন্দরবন সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরেও ৷ আবহাওয়াবিদরা বলছেন শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে। আগামী রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম এবং মঙ্গলবার অর্থাৎ 6 ও 7 মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর ৷

উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। যেহেতু উত্তর দিক থেকে ঠান্ডা হওয়া প্রবেশ করছে ফলে বৃষ্টির পরিস্থিতি উপরের পাঁচটি জেলায় রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। তবে মালদা, দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত থাকবে।

দক্ষিণবঙ্গে শুক্রবারের পর থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। যেহেতু বৃষ্টি পরিস্থিতি তৈরি হচ্ছে তাই রবিবারের মধ্যে তাপমাত্রা নিচের দিকে নামার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ সোম ও মঙ্গলবার আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে ৷ বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ছয় দশমিক ছয় ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক নয় ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 76 শতাংশ। সর্বনিম্ন 23 শতাংশ।

আরও পড়ুন:

1. চাঁদিফাটা গরমে জেরবার রাজ্য ! ক'দিন চলবে তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা কতদূর ?

2.ভাঙল অর্ধশতকেরও বেশি সময়ের রেকর্ড! কলকাতা পৌঁছল 43 ডিগ্রিতে; বৃষ্টি নিয়েও স্বস্তির খবর

3.44 বছর আগের পারদ ছুঁল মহানগর ! তাপপ্রবাহে ‘স্বস্তি’র বৃষ্টি কবে; জানাল হাওয়া অফিস

ABOUT THE AUTHOR

...view details