বসিরহাট, 27 নভেম্বর: বেদখল হয়ে যাওয়া সরকারি জমি জবরদখল মুক্ত করতে হবে ৷ প্রশাসনকে বারবার এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেই নির্দেশই সার ! উলটে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর চর দখল করে রাতারাতি বেআইনিভাবে গজিয়ে উঠেছে রিসর্ট !
একদিন, দু-দিন নয় ৷ টানা একবছর ধরে প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে সেই বেআইনি রিসর্ট চলছে বলে অভিযোগ ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েত এলাকার ৷ অভিযোগ, সবকিছু জেনেও প্রশাসন নীরব রয়েছে ৷ যার জেরে ক্ষুব্ধ নদী তীরবর্তী স্থানীয় বাসিন্দারা ৷ পরিবেশ রক্ষায় অবিলম্বে নদী চর জবরদখল মুক্ত করার দাবি তুলেছেন তাঁরা ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ ব্লকের মাখালগাছা পঞ্চায়েতের আবাদ কুলিয়াডাঙা এলাকায় ডাসা নদীর চর দখল করে এই রিসর্টটি তৈরি করা হয়েছে ৷ অভিযোগ, যিনি এই রিসর্ট তৈরি করেছেন, তাঁর সঙ্গে শাসকদলের ঘনিষ্ঠতা রয়েছে ৷ ফলে বিনা বাধায় রিসর্টটি তৈরি করতে পেরেছেন ওই ব্যক্তি ৷ গেস্ট হাউস তৈরি করতে ম্যানগ্রোভ-সহ একাধিক গাছ অবাধে কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ ৷ আর গত একবছর ধরে নদীর চরে গাছ কেটে রিসর্টের কংক্রিটের নির্মাণ কাজ চলছে ৷ তারপরও প্রশাসনের কোনও হেলদোল নেই !
অন্যদিকে, নদীর বুকে কংক্রিটের বড়-বড় পিলার তৈরি হওয়ায়, নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা তৈরি রয়েছে ৷ যার সরাসরি প্রভাব পড়তে পারে পরিবেশেও ৷ এমনটাই বলছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা ৷ এতকিছুর পরেও প্রশাসন চোখ বুজে রয়েছে বলে অভিযোগ ৷ ফলে, বুক ফুলিয়ে নদীর চর দখল করে একের পর এক নির্মাণ করে চলেছেন রিসর্ট মালিক ৷